বেলজিয়াম, ৮ মার্চ (হি.স.) : ইউরোপে অভিবাসী সংকট নিরসনে আলোচনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও তুরস্ক | পরিকল্পনার বেশিরভাগ প্রস্তাবনায়ই উভয়পক্ষ রাজিও হয়েছে| তবে ব্রাসেলসে অনুষ্ঠিত এ বৈঠকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ায় হয়নি| এরপরও ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের জন্য আশার আলো দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞরা|
ইউরোপীয় কাউন্সিল প্রেসিেডেন্ট ডোনাল্ড টাস্ক বলেছেন, নতুন এ পরিকল্পনায় অনিয়মিত অভিবাসন প্রত্যাশীদের যারা গ্রিসে পৌঁছাচ্ছেন, তাদেরকে তুরস্কে ফেরত পাঠানো হবে| তবে এর বিপরীতে তুরস্ক শর্ত দিয়েছে, প্রতি একজন অভিবাসন প্রত্যাশীর ফিরে যাওয়ার পরিবর্তে একজন করে সিরীয় শরণার্থীকে ইইউ ব্লকে প্রবেশ করতে দিতে হবে| সেই সঙ্গে আরও অর্থায়নের দাবিও জানিয়েছে দেশটি| তিনি জানান, আগামী ১৭-১৮ মার্চ ইইউ-এর নির্ধারিত বৈঠক পর্যন্ত এ পরিকল্পনার ব্যাপারে তুরস্কের সঙ্গে আলোচনা চলবে|
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ইউরোপ এতবড় অভিবাসী সংকটে পড়েছে| বেশিরভাগ অভিবাসন প্রত্যাশীই তুরস্ক হয়ে ইউরোপে প্রবেশ করছেন| সিরিয়া সংকট শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে ২৭ লাখ শরণার্থী আশ্রয় নিয়েছে|
2016-03-08