BRAKING NEWS

ন্যায় বিচার পেলেন না গোলকপুর চা বাগানের শ্রমিক

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৬ মার্চ৷৷ কৈলাসহর পানিচৌকি বাজারের সম্পাদকের কাছে ন্যায় বিচার নিয়ে ন্যায় বিচার পেলেন না গোলকপুর চা বাগানের শ্রমিক৷ এক ক্রেতা পরিশেষে মহকুমার শাসকের হস্তক্ষেপ ন্যায় বিচার পেলেন বাজার শ্রমিক৷ গোলক পুর চা বাগানের এক শ্রমিক মেয়ের বিবাহের ভূষি মালের জিনিষ ক্রয় করতে এসে পানিচৌকি tea-gardenবাজারের এক ক্ষুদ্র ব্যবসায়িক দ্বারা প্রতারনার শিকার হন৷ ওই ক্ষুদ্র ব্যবসায়ি ও তার পুত্র মিলে প্রায় বারশ টাকা অতিরিক্ত মূল্য ক্রেতার কাছ থেকে রাখেন বাজার শ্রমিক অটো, রিক্সা শ্রী রামপুর শাখার অটো শ্রমিক দের কাছে এসে বিচার প্রার্থী হন অটো শ্রমিক বা ও প্রতারিত ক্রেতা মিলে পানিচৌকি বাজার সম্পাদকের কাছে বিচার প্রার্থী হন কিন্তু বাজার সম্পাদক ন্যায় বিচার না করে প্রতারিত ক্রেতাকে ১০০টাকা দিয়ে ঘটনার মিমাংশা করার জন্য নির্দেশ দেন ক্ষুদ্র ব্যবসায়ীকে এতে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা এবং উপস্থিত ক্রেতারা ক্ষুদ্র হন ওই ক্ষুদ্র ব্যবসায়ীর উপর৷ খবর যায় কৈলাসহর থানায় ও মহকুমা শাসকের কাছে কৈলাসহর থানার পুলিশ এসে উত্তেজিত জনতাকে শান্ত করে মহকুমা শাসক ডি সি মিটন দাসকে ঘটনা স্থলে পাঠান৷ ডি সি মিটন দাস এসে ক্রেতাকে ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ থেকে মূল্যের অতিরিক্ত টাকা ফেরত দেন এবং ক্ষুদ্র ব্যবসায়ীকে ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেতে বিরও থাকার জন্য বলেন৷ বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ ওই ক্ষুদ্র ব্যবসায়ী দীর্ঘ দিন ধরে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত টাকা ও পরিমানে কম দিচ্ছেন এই ঘটনা নতুন নয় আর তাতে সাহায্য করছেন বাজারের কয়েকজন বড় মাপের বিক্রেতা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *