নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ৷৷ ২রা মার্চ থেকে শুরু হচেছ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক এবং ৩রা মার্চ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা৷ এদিকে, ১লা মার্চ থেকে শুরু হয়ে গেছে সিবিএসই পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা৷ আগামীকাল শুরু হবে সিবিএসই’র মাধ্যমিক পরীক্ষা৷ পরীক্ষার মরশুমে উচ্চস্বরে সাউন্ড বক্স বাজানোর ফলে পরীক্ষার্থীদের প্রস্তুতি মারাত্মক বিঘ্ন ঘটে৷ এসব বিষয়ে ছাত্র সংগঠন এসএফআইয়ের তরফ থেকে মঙ্গলবার সদরের এসডিএম মানিক লাল দাসের সঙ্গে সাক্ষাৎ করে ডেপুটেশন প্রদান করা হয়৷ পরীক্ষা চলাকালীন সময়ে বিশেষ করে অধিক রাত পর্যন্ত উচচস্বরে সাউন্ড বক্স বাজানো বন্ধ করা এবং পরীক্ষার্থীদের যাতায়াতে যাতে কোন ধরনের অসুবিধা না হয় সে জন্যই যানজট ব্যবস্থা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ট্রাফিক পুলিশের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে৷ সদরের এসডিএম দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন৷ ডেপুটেশান প্রদান কালে প্রতিনিধি দলে নেতৃত্ব দেন এসএফআইয়ের রাজ্য সম্পাদক নবারুণ দেব৷ তিনি বলেন, প্রতি বছরই পরীক্ষা মরশুমে ছাত্রছাত্রীদের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটাতে এধরনের কাজকর্ম চলেছে৷ অসচেতন মানুষজনকে সচেতন করার চেষ্টা করেও তেমন কোন কাজ হচ্ছে না৷ সে কারণেই প্রশাসনের দ্বারস্থ হয়েছে ছাত্র সংগঠন এসএফআই৷
পর্ষদের পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিভিন্ন স্থানে ১৪৪ ধারা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ৷৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ভারতীয় ফৌজদারী দন্ডবিধি ১৯৭৩-র ১৪৪ ধারা অনুযায়ী পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন পরীক্ষা গ্রহণ কেন্দ্রের ২০০ গজের মধ্যে বিধি নিষেধ আরোপ করেছেন৷ ২রা মার্চ ২০১৬ থেকে ৯ এপ্রিল ২০১৬ পর্যন্ত এই বিধি নিষেধ কার্যকর থাকবে৷ এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট পরীক্ষা গ্রহণ কেন্দ্রগুলির ২০০ গজের মধ্যে যে কোনো ধরনের মিছিল, পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত, লাঠি বহন করা, স্বরবর্ধক যন্ত্র এবং পটকা ব্যবহার করা যাবে না৷ এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ফৌজদারী দন্ডবিধির ১৮৮ ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে৷ সর্বসাধারণের অবগতির জন্য পশ্চিম জেলার জেলাশাসক এক বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানিয়েছেন৷

