সরকারী নির্মাণ কাজের জন্য রাখা ইট চুরি সাব্রুমে

brick copyনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারি৷৷ জোলাইবাড়ি কাকুলিয়া ফরেস্ট অফিস সংলগ্ণ এলাকায় জাতীয় সড়ক সংস্কারের জন্য রাখা এবং রাস্তা ও কালভার্টের পুরানো ইট চুরির হিড়িক পড়েছে৷ শাসক দলীয় একাংশ লোকজনও এসব ঘটনায় জড়িত রয়েছে৷
আগরতলা সাব্রুম জাতীয় সড়ক সংস্কারের কাজ চলছে৷ জোলাইবাড়ির কাকুলিয়া ফরেস্ট অফিস সংলগ্ণ এলাকায় শাসক দলীয় কিছু লোকজন প্রকাশ্যে রাস্তার ইট চুরি করে নিয়ে যাচ্ছে৷ এসংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গেলে শাসক দলীয় নামধারী লোকজনদের রক্তচক্ষুর সম্মুখীন হতে হয়৷ ঘটনার খবর পেয়ে জোলাইবাড়ি আউটপোস্টের পুলিশ ইট লুটের কাজে ব্যবহৃত কোদাল, খুনতি ইতাদি উদ্ধার করে৷ চুরির সঙ্গে যুক্তরা পালিয়ে গেছে৷ অবিলম্বে ইট সহ অন্যান্য নির্মাণ সামগ্রী চুরি বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷