নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): ছাত্র মিছিলের জেরে ফের উত্তপ্ত দিল্লি| নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে এবার উঠল ছাত্র ও দলিতবিরোধী মানসিকতার অভিযোগ| দেশদ্রোহিতার অভিযোগে ধৃত ছাত্রনেতা কানহাইয়া কুমারের মুক্তির দাবি তো ছিলই| এবার হায়দরাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক রোহিত ভেমুলার আত্মহত্যার ঘটনার প্রতিবাদেও দিল্লির রাজপথে নামলেন জেএনইউ-র পড়ুয়ারা|
মঙ্গলবার দিল্লির অম্বেডকর ভবন থেকে যন্তরমন্তর পর্যন্ত মিছিল করেন তাঁরা| দেশবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে অভিযুক্ত উমর খালেদ ও সতীর্থদের এই মিছিলে হাঁটার কথা থাকলেও শেষপর্যন্ত তাঁরা মিছিলে যোগ দেননি| মিছিলে হাজির ছিলেন সিপিএমের পলিটবু্যরো সদস্য বৃন্দা কারাত|