BRAKING NEWS

পাঠানকোট জঙ্গি হামলার তদন্তে এবার ভারতে আসবে পাকিস্তানের তদন্তকারী দল

indopakইসলামাবাদ, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : এফআইআর হওয়ার পর এবার ভারতে আসবে পাকিস্তানের তদন্তকারী দল| পাঠানকোট জঙ্গি হামলার তদন্তের অগ্রগতিতে আগামী মাসেই ভারতে আসবে ওই দল| মূলত পাঠানকোট হামলার সঙ্গে জইশ-ই-মহম্মদের যোগ খুঁজতেই ভারতে আসছেন পাক তদন্তকারীরা|
পাঠানকোট হামলার তদন্তে পাক তদন্তকারী দলের অনেক আগেই ভারতে আসার কথা ছিল| কিন্তু আসেনি সেই তদন্তকারী দল| সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্করের কটাক্ষের পর নড়েচড়ে বসেছে পাকিস্তান| শুক্রবার সকালেই পাঞ্জাবের গুজরানওয়ালায় এফআইআর দায়ের করে পাক কর্তৃপক্ষ| তারপরই আগামী মাসে ভারতে আসার কথা সংবাদমাধ্যমকে জানালেন যৌথ তদন্তকারী দলের এক পদস্থ আধিকারিক| আগামী মাসের কবে তাঁরা ভারতে আসবেন, তাও স্থির হয়ে গিয়েছে বলে তিনি জানিয়েছেন| পাকিস্তানের তদন্তকারী দলের আধিকারিকরা কেবল ভারতে এসে আধিকারিকদের সঙ্গে কথাই বলবেন না, তথ্যপ্রমাণ খুঁজতে পাঠানকোট বিমানঘাঁটি পরিদর্শনও করবেন বলে জানা গিয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *