অঙ্গনওয়াড়ির খিচুড়িতে ইঁদুর, ধামাচাপার চেষ্টা সিডিপিও’র

shockingনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারি৷৷ উত্তর ত্রিপুরা জেলার উত্তর গঙ্গানগর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের জন্য রান্না খিচুড়িতে ইঁদুর পাওয়াকে কেন্দ্র করে এলাকায় রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হলেও ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য স্থানীয় গাঁওপ্রধান সহ সমাজকল্যাণ দপ্তরের কর্মকর্তারা যাবতীয় চেষ্টা জারি রেখেছেন৷ জানা যায়  গত ১৬ ফেব্রুয়ারি উত্তর গঙ্গানগর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না করা খিচুড়িতে ইঁদুর পাওয়া গিয়েছিল৷ ঐ খিচুড়ি খেয়ে স্নেহারাণী চন্দ নামে এক শিশু ছাত্রী অসুস্থ হয়ে  পড়ে৷ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ এখনো শিশুটি চিকিৎসাধীন৷ বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিপাকে পড়ে সংশ্লিষ্ট দপ্তর৷ সে কারণেই বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য কোমর বেঁধে ময়দানে নামে সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিকরা৷ বৃহস্পতিবার সকাল আটটা থেকে এবিষয় নিয়েই বৈঠক শুরু হয়৷ বৈঠকে পানিসাগরের  সিডিপিও এল দেববর্মা গাঁওসভার উপপ্রধান সমর নাথ এবং গাঁওসভার মেম্বার নৃপেন্দ্রনাথ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন৷ তারা রাঁধুনি বাসন্তিরাণী নাথকে বাঁচানোর জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন৷ এদিকে অসুস্থ হয়ে পড়া শিশু ছাত্রী স্নেহারাণী চন্দের বাবা অভিযোগ করেছেন বিষয়কে ধামাচাপা দেওয়ার জন্য প্রশাসনের কর্মকর্তারাও মরিয়া চেষ্টা শুরু করেছেন৷ এই ঘটনা স্থানীয় জনমনেও রীতিমত উদ্বিগ্ণ৷ কারণ, তাদের সামনেই যে ঘটনা ঘটেছে তাকে মিথ্যা প্রমাণিত করার জন্য খোদ এসডিপিও চেষ্টা শুরু করেছেন৷