নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): রাশিয়ার মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আগুনে পুড়ে মৃতু্য হল দুই মেধাবী ভারতীয় ছাত্রীর| টুইট করে এই দুঃসংবাদ দিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ| জখম আরও বেশ কয়েক জন ভারতীয় পড়ুয়া| পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ইতিমধ্যেই ভারতীয় দূতাবাস থেকে কয়েকজন ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন|
রবিবার মস্কো থেকে ৪০০ কিলোমিটার দূরে স্মলেন্স্ক মেডিক্যাল আকাদেমির ছাত্রাবাসের পাঁচতলায় আগুন লাগে| সেখানে একই ঘরে থাকতেন মহারাষ্ট্রের পূজা কাল্লুর (২২) ও করিশ্মা ভোসলে (২০)| ঘুমের মধ্যেই প্রাণ হারান চতুর্থ বর্ষের দুই ডাক্তারি পড়ুয়া| ঘটনায় শোকপ্রকাশ করেছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ| তিনি জানিয়েছেন, ওই দুই পড়ুয়ার মৃতদেহ মুম্বই আনা হবে|
2016-02-16