সুনন্দা পুষ্কর হত্যা মামলার রহস্য উদ্ধারে ফের জেরা শশী থারুরকে

নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি, (হি.স.) : সুনন্দা পুষ্কর হত্যা মামলার রহস্য উদ্ধারে শনিবার শশী থারুরকে টানা পাঁচ ঘণ্টা জেরা করল দিল্লি পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম|
শশীর দাবি, সুনন্দার মৃতু্য অস্বাভাবিক নয়| অতিরিক্ত ওষুধ খাওয়ার কারণেই পার্শ্বপ্রতিক্রিয়ায় মৃতু্য হয়েছে সুনন্দা পুষ্করের| জেরার সময প্রথম থেকে শেষ পর্যন্ত নিজের অবস্থানেই অনড় ছিলেন কংগ্রেসের এই সাংসদ|
সিট সূত্রে খবর, শশী থারুর মনে করেন ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার জন্যই সুনন্দা পুস্করের মৃতু্য হয়েছে| এর পিছনে অন্য কোনও কারণ মানতে নারাজ তিনি| সুনন্দা কী কী ওষুধ খেতেন সে সম্পর্কে শশীকে প্রশ্নও করা হয়|
উল্লেখ্য, এরআগে দিল্লির পুলিশ কমিশনার বিসএস বাসি জানিয়েছিলেন, সংগৃহীত তথ্য এবং তদন্তে পর মনে করা হচ্ছে সুনন্দা পুষ্করের মৃতু্য স্বাভাবিক নয়| ২০১৫ সালের জানুয়ারিতে সুনন্দা পুষ্কর মৃতু্যর ঘটনায় খুনের মামলা দায়ের করা হয়| এইমসের চিকিত্সকরা জানান, বিষক্রিয়ার ফলেই মৃতু্য হয়েছে সুনন্দা পুষ্করের| এরপরই ওয়াশিংটনের এফবিআই লাবে পাঠানো হয় সুনন্দার ভিসেরা|
উল্লেখ্য, ২০১৪ সালের জানুয়ারিতে দিল্লির একটি পাঁচতারা হোটেল থেকে উদ্ধার হয় সুনন্দা পুষ্করের মৃতদেহ|