নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারী৷৷ পরিমল সাহা ও জিতেন সাহা হত্যাকান্ডে পোস্টমর্টেম রিপোর্টের সার্টিফায়েড কপিগুলি পশ্চিম জেলার জেলা ও দায়রা জজ আদালতে বৃহস্পতিবার গৃহীত হয়েছে৷ এবিষয়ে তথ্য দিতে গিয়ে আইনজীবী সম্রাট ভৌমিক জানান, আবেদন করা হয়েছিল পোস্টমর্টেম রিপোর্টের সার্টিফায়েড কপি গ্রহণ করার জন্য৷ আদালত আ তা গ্রহণ করেছে৷ ভারতীয় সাক্ষ্য আইনের ৭৭ এবং ৭৯ ধারা অনুযায়ী গ্রাহ্য হয়েছে৷ ১৭ জন অভিযুক্তই আদালতে হাজির ছিল৷ ২১৩ ধারা মোতাবেক অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ ও করা হয়েছে৷ অভিযুক্তরা নিজেদের নির্দোশ বলে দাবী করেছে৷ এদিকে, পরিমল সাহা ও জিতেন সাহা হত্যা মামলার পরবর্তী শুনানি আগামী ১৮ ফেব্রুয়ারী ধার্য্য হয়েছে৷
2016-02-12