বেঙ্গালুরু, ১১ ফেব্রুয়ারি (হি.স.): ঘনঘন চিতাবাঘের অনুপ্রবেশে উদ্বিগ্ন বেঙ্গালুরু প্রশাসন| রবিবারের পর মঙ্গলবার রাতে ফের একবার বেঙ্গালুরুর ভিবজিওর স্কুলে হানা দিয়েছে চিতাবাঘ| চিতাবাঘের উপদ্রবে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা| বৃহস্পতিবার চিতাবাঘের হানার ভয়ে বেঙ্গালুরুর উপকন্ঠে ১৩০টি স্কুল বন্ধ থাকল| তবে, শুক্রবার ফের স্কুলগুলিতে পঠনপাঠন চালু হবে বলে জানিয়েছে প্রশাসন|
গত রবিবার সকালে ভিবজিওর স্কুলে ঢুকে হুলুস্থুল ফেলে দিয়েছিল ৮ বছরের একটি চিতাবাঘ| তার তাণ্ডবে জখম হন কমপক্ষে ৫ জন| শেষে ঘুম পাড়ানি গুলি ছুঁড়ে বাগে আনা হয় চিতাবাঘকে| মঙ্গলবার রাতেও ওই স্কুলের আশপাশে একটি চিতাকে ঘুরতে দেখেন স্থানীয়রা| আতঙ্কে বন্ধ করে দেওয়া হয় স্কুল| গত বছর জাতীয় সমীক্ষায় দেখা গিয়েছে, ভারতে চিতার সংখ্যা এখন ১২,০০০ থেকে ১৪,০০০| বনে খাদ্যাভাবের কারণে তারা প্রায়ই জনবসতিপূর্ণ অঞ্চলে ঢুকে পড়ছে|
2016-02-11