সিএনজি অটোর সংশাপত্র নিয়ে ফিলিং স্টেশনে ধুন্ধুমার

CNGনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ফেব্রুয়ারি৷৷ সিএনজি চালিত অটো রিক্সার সিলিন্ডার পরীক্ষা করানো ও বৈধ শংসাপত্র নিয়ে মতভেদ তুঙ্গে উঠেছে৷ সিলিন্ডারগুলো পরীক্ষা করানোর মেয়াদ ছিল পাঁচবছর৷ এই মেয়াদ কমিয়ে তিনবছর করা হয়েছে৷ তাতে বিপাকে পড়েছে সিএনজি চালিত অটো চালকরা৷ যেসব অটো চালক সিলিন্ডার পরীক্ষা করানোর বৈধ শংসাপত্র দেখাতে পারছেন না তাদেরকে আজ থেকে সিএনজি স্টেশন থেকে গ্যাস সরবরাহ করা হচ্ছে না৷ এনিয়ে সোমবার সকাল থেকে টিআরটিসি অফিসস্থিত  সিএনজি স্টেশনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়৷ সিএনজি স্টেশন কর্তৃপক্ষ স্পষ্টত জানিয়েছেন সিলিন্ডার পরীক্ষা করানোর শংসাপত্র না দেখালে কোন অবস্থাতেই গ্যাস সরবরাহ করানো হবে না৷ তাতে বিপাকে পড়েছেন বহু অটো চালক৷ তাদের অনেকেরই অভিযোগ নির্ধারিত সময় সীমা অতিক্রান্ত না হওয়ার আগেও গ্যাস সরবরাহ করা হচ্ছে না৷ তাদেরকে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ৷ এবিষয়ে মতামত জানতে চাওয়া হলে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ জানিয়েছেন, যাত্রী সাধারণ এবং অটো চালকের নিরাপত্তার স্বার্থেই এই ধরনের কঠোরতা অবলম্বন করা হয়েছে৷ সুিট্য নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, গত আগস্ট মাস পর্যন্ত সিলিন্ডার পরীক্ষা করানোর সময় সীমা বেঁধে দেওয়া হয়েছিল৷ পরবর্তী সময়ে সংগঠনের অনুরোধে ডিসেম্বর মাস পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছিল৷ এই সময়সীমার মধ্যেও সব অটো চালক সিলিন্ডার পরীক্ষা করাতে পারেননি৷ সেজন্য আরো কিছুটা সময় চাওয়া হয়েছিল৷ কিন্তু এর মধ্যেই গত পরশুদিন খয়েরপুরের বৃদ্ধি নগরের সিএনজি স্টেশনে দুর্ঘটনা ঘটায় অটো গুলোতে গ্যাস সরবরাহ করার ক্ষেত্রে আরো কঠোর মনোভাব গ্রহণ করা হয়েছে৷ এর ফলেই আজ অটো শ্রমিকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে৷