নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি৷৷ মেয়ের বাড়িতে রহস্যজনকভাবে মা’র মৃতদেহ উদ্ধার হয়েছে৷ পুলিশ জানিয়েছে, রাজনগর এলাকার জলায়াবস্তিতে সন্ধ্যা দত্তের(৪৭) মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মৃতার স্বামীর নাম মিনাশ দত্ত৷ তার বাড়ি মোহনপুর এলাকায়৷ জানা গেছে, কয়েকদিন আগে জলায়াবস্তিতে মেয়ের বাড়িতে বেড়াতে আসেন ঐ মহিলা৷ রবিবার সকালে বাড়িতেই একটি গাছে তার মৃতদেহ ঝুলে থাকতে দেখেন এলাকাবাসী৷ ঐ সময় বাড়িতে তার মেয়ে এবং জামাতা কেউই বাড়িতে ছিলেন না৷ প্রত্যক্ষদর্শী জানান, সকাল সাড়ে নয়টা নাগাদ ঘটনাটি নজরে আসে৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পশ্চিম থানায়৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷ ঘটনাটিকে ঘিরে ধোঁয়াশা দেখা দিয়েছে৷ হত্যা নাকি অস্বাভাবিক মৃত্যু এনিয়ে দ্বন্দ্বে পুলিশ৷
এদিকে, মৃতার মেয়ে জানিয়েছেন, পারিবারিক কোন অশান্তি ছিল না৷ কদিন আগেই নাতনির নামে ব্যাঙ্কে ১২ হাজার টাকা ফিক্স ডিপোজিট করে দিয়েছেন তার মা৷ শারীরিক অসুস্থতার বিষয়টিও সঠিকভাবে কিছু জানাতে পারেননি তিনি৷ ফলে, মেয়ের জবানবন্দির ভিত্তিতে এই মৃত্যুকে ঘিরে পুলিশ সহ জনমনে রহস্য দানা বাঁধতে শুরু করেছে৷
2016-02-01

