BRAKING NEWS

দিল্লিতে আবর্জ্জনা সাফাই করতে গিয়ে পুরকর্মীদের সঙ্গে গণ্ডগোল পূর্ত দফতরের কর্মীদের

নয়াদিল্লি, ৩১ জানুয়ারি (হি.স.) : রাজধানীকে আবর্জ্জনামুক্ত করতে গিয়ে পুরসভার কর্মীদের সঙ্গে বিবাদে জ়ডালেন পূর্ত দফতরের কর্মীরা | তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত পূর্ত দফতরের কর্মীদেরও কাজ করতে দিতে নারাজ দিল্লি পুরসভার সাফাই কর্মীরা| তাই দিল্লির প্রতাপগঞ্জে আবর্জ্জনা সাফাই করতে গিয়ে পুরকর্মীদের সঙ্গে গণ্ডগোল বাধল পূর্ত দফতরের কর্মীদের| যদিও পরে প্রতাপগঞ্জের বিধায়ক তথা উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়|
\ানা গিয়েছে, রাজধানীকে আবর্জ্জনামুক্ত করতে পূর্ত দফতরের কর্মীদের রাস্তায় নেমে কাজ করার নির্দেশ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল| সেই নির্দেশ অনুসারে, রবিবার সকালে প্রতাপগঞ্জে রাস্তা সাফাই করতে যান দিল্লির পূর্ত দফতরের কর্মীরা| সেই সময় দিল্লি পুরসভার সাফাই কর্মীরা পূর্ত দফতরের কর্মীদের কাজে বাধা দেন বলে অভিযোগ| এই নিয়ে দুপক্ষের মধ্যে তুমুল গণ্ডগোল বাধে| পরে খবর পেয়ে ঘটনাস্থলে যান উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এবং পর্যটন মন্ত্রী কপিল মিশ্র| এঁদের সামনেই বকেয়া বেতন মেটানোর দাবিতে সরব হন পুরকর্মীরা| তারপর দুই মন্ত্রীই পুরকর্মীদের আশ্বস্ত করে রাস্তা সাফাইয়ের কাজ শুরু করান|
পুরকর্মীদের দাবি নৈতিক বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও| তবে তাঁর কিছু করার নেই বলেও জানান মুখ্যমন্ত্রী| মঙ্গলবার আদালতের রায়ের পরই এই সমস্যার সমাধান হবে বলে আশা করছেন তিনি| তবে তার আগেই দিল্লিকে পরিষ্কার করার ব্যাপারে সরব হন কেজরিওয়াল| শনিবার রাতের মধ্যে কেন আবর্জ্জনা সাফাইয়ের কাজ শুরু হয়নি, তা নিয়ে পূর্ত দফতরের কর্মীদের কাছে কৈফিয়ত তলব করেন| পাশাপাশি দিল্লি সাফাইয়ে দলীয় কর্মীদের কাছে পূর্ত কর্মীদের সাহায্যের আবেদন জানিয়েছেন আপ প্রধান|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *