মুম্বই, ৩১ জানুয়ারি (হি.স.) : অনলাইনেই আত্মঘাতী বোমারু হওয়ার প্রশিক্ষণ দিচ্ছে আইএস| অনলাইনে এই প্রশিক্ষণ নিচ্ছে মুম্বইয়ের মেয়েরা | সন্দেহভাজক আইএস জঙ্গিদের জেরা করে এমনই বিস্ফোরক তথ্য পেল মুম্বইয়ের সন্ত্রাস দমন শাখা এটিএস (অ্যান্টি টেরর স্কোয়্যাড)|
এটিএস সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি কয়েকজন সন্দেহভাজক আইএস জঙ্গিকে গ্রেফতার করেছে আইএস| তাদের জেরা করেই জানা গিয়েছে, অনলাইনে প্রশিক্ষণ শিবির খুলেছে আইএস| অর্থাত্ অনলাইনেই আত্মঘাতী বোমারু দেওয়ার প্রশিক্ষণ দিচ্ছে | আইএস নেতা আবু বাকর আল-বাঘাদি এই প্রশিক্ষণ শিবির খুলেছে এবং সে স্বয়ং ভিডিও কনফারেন্সের মাধ্যমে আত্মঘাতী বোমারু হওয়ার প্রশিক্ষণ দিচ্ছে| তবে আবু বাকর একা নয়, তার সঙ্গে আইএসের অন্যান্য শীর্ষস্তরীয় নেতারাও অনলাইনে আত্মঘাতী বোমারু হওয়ার প্রশিক্ষণ দিচ্ছে| আর এই প্রশিক্ষণ নিচ্ছে মুম্বইয়ের যুব সম্প্রদায়| তবে কেবল পুরুষ নয়, মুম্বইয়ের মেয়েরাও অনলাইনে আত্মঘাতী বোমারু হওয়ার ক্লাস করছে বলে জানা গিয়েছে| আবু বাকর মূলত স্কাইপি এবং অন্যান্য ভিডিও কলিং সফ্টওয়্যারের মাধ্যমে জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছে বলে এটিএস সূত্রের খবর|
আইএস অনলাইনে প্রচার চালাচ্ছে এবং সদস্য সংগ্রহ করছে বলে এতদিন শোনা যেত| এবার অনলাইনে জঙ্গি প্রশিক্ষণ শিবির চালানোর খবরে রীতিমত চাঞ্চল্য শুরু হয়েছে| পুলিশ-প্রশাসনের কপালেও চিন্তার ভাঁজ পড়েছে| কীভাবে এই শিবির বন্ধ করা যায়, তার জন্য অনলাইন জঙ্গি প্রশিক্ষণ শিবিরের বিস্তারিত খোঁজ-খবর নেওয়া শুরু করেছে এটিএস| তবে কেবল মুম্বই নয়, দেশের অন্যান্য রাজ্যের ছেলে-মেয়েরাও আইএসের এই অনলাইন জঙ্গি প্রশিক্ষণ শিবিরে ক্লাস করছে বলে এটিএসের দাবি|