কুপওয়ারায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃতু্য জঙ্গির, অব্যাহত তল্লাশি অভিযান

শ্রীনগর, ৩০ জানুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃতু্য হল এক বিচ্ছিন্নতাবাদী গেরিলার| পুলিশ জানিয়েছে, কুপওয়ারা জেলার দার্দপোরা (লোলাব) এলাকায় জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে নামে ২৮ রাষ্ট্রীয় রাইফেলস ও রাজ্য পুলিশের বিশেষ দল| গুলির লড়াইয়ে এক বিচ্ছিন্নতাবাদী গেরিলার মৃতু্য হয়েছে| পুলিশের অনুমান, দুই থেকে তিন জঙ্গি লুকিয়ে রয়েছে| তাদের খেঁাজে শুরু হয়েছে তল্লাশি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *