নিজস্ব প্রতিনিধি, মেলাঘর, ২৯ জানুয়ারি৷৷ মেলাঘর থানার পোয়াং বাড়িতে অগ্ণিদগ্দ গৃহবধূকে শেষ রক্ষা করা গেল না৷ আগুন লাগার চার দিনের মাথায় জি বি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে গৃহবধূ রিংকি ভৌমিক৷ মেলাঘর থানাধীন পোয়াংবাড়ির অগ্ণিদগ্দ এক গৃহবধূ জি বি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েছে৷ মৃত গৃহবধূটির নাম রিংকি ভৌমিক৷ স্বামীর নাম অজিৎ দেবনাথ৷ পরিবারিক কলহের জেরে গত ২৫ জানুয়ারি গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিল স্বামী৷ গৃহবধূকে প্রথমে মেলাঘর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাকে জিবিতে স্থানান্তর করা হয়৷ ২৮ জানুয়ারী রাতে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে গৃহবধূ রিংকি ভৌমিক৷
মাত্র ৮ মাস আগে বিশালগড়ের পুরাথন এলাকায় রিংকি ভৌমিকের সামাজিক ভাবে বিয়ে হয়েছিল মেলাঘরের পোয়াং- বাড়িতে অজিৎ দেবনাথের সঙ্গে৷ বিয়ের পর থেকেই পরকিয়া প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে মতভেদ দেখা দেয়৷ জানা যায়, অজিৎ দেবনাথ প্রতিবেশী এক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিল৷ এতে আপত্তি জানানোর স্ত্রী রিংকি ভৌমিকের জীবনে শেষ পরিনতি নেমে আসে৷ এ ব্যাপারে মেলাঘর থানার অভিযুক্ত স্বামী, অবৈধ প্রনয়ীসহ তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ মূল অভিযুক্ত স্বামী অজিৎ ভৌমিককে গ্রেপ্তার করেছে৷ অভিযুক্ত অপর দুজন হল অপর্না দাস ও প্রদীপ সাহা৷ তাদেরকে গ্রেপ্তারের জন্যও দাবী উঠেছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকারর তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷
2016-01-30