প্রবীণ তোগারিয়া আসছেন ২৭শে

Pravin Togadiaনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি৷৷ বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক কার্যকরী সভাপতি ড প্রবীণভাই তোগারিয়া আগামী ২৭ জানুয়ারি রাজ্য সফরে আসছেন৷ রাজ্য সফরকালে উত্তর ত্রিপুরার সাতনালায় শান্তিকালী স্মৃতি হাসপাতালের শিলান্যাস সহ নানা অনুষ্ঠানে অংশ নেবেন৷
বিশ্ব হিন্দু পরিষদ রাজ্যে তাদের কার্যক্রম বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেছে৷ নতুন সংযোজন হচ্ছে একটি হাসপাতাল৷ উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার সাতনালায় শান্তিকালী স্মৃতি হাসপাতালের আনুষ্ঠানিক শিলান্যাল করতে আগামী ২৭ জানুয়ারি তিনদিনের রাজ্যসফরে আসছেন বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক কার্যকরী সভাপতি ড প্রবীণভাই তোগারিয়া৷ বিশ্ব হিন্দু পরিষদ রাজ্য শাখার সম্পাদক রামপদ জমাতিয়া রবিবার আগরতলায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে আন্তর্জাতিক কার্যকরী সভাপতি ড প্রবীণভাই তোগারিয়ার রাজ্য সফর সম্পর্কে বিস্তারিত তথ্য জানান৷ তিনি জানান, উত্তর ত্রিপুরা জেলায় বিশ্ব হিন্দু পরিষদের ৯টি প্রকল্প চালু রয়েছে৷ ৬৯০ জন ছাত্র ও ২৮ জন শিক্ষকও নিযুক্ত রয়েছেন৷ প্রকল্পগুলি সম্পর্কে তিনি বিস্তারিত খোঁজখবর নেবেন৷ রাজ্যে পদার্পণের পর ২৭ জানুয়ারি বিকেল সাড়ে তিনটায় রবীন্দ্র ভবনে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে৷ তিনি হিন্দু জাগরণ প্রসঙ্গে সংবর্ধনা সভায় বক্তব্য রাখবেন৷ বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে তিনি বৈঠকও করবেন৷ ২৮ জানুয়ারি তিনি আগরতলা থেকে রওনা দেবেন৷ উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার সাতনালায় সাধক শান্তিকালী স্মৃতি হাসপাতালের শিলান্যাস করবেন৷ এদিন বিকাল তিনটায় সাতনালা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বৈঠক করবেন৷ বিকাল পাঁচটায় ধর্মনগর কমিউনিটি হলে রাত আটটায় কুমারঘাটে লক্ষ্মীনারায়ণ মন্দিরে বৈঠক করবেন৷ ২৯ জানুয়ারি আগরতলা তেকে বিকেলের বিমানে চলে যাবেন৷
হিন্দু চেতনা জাগানো বিশেষ করে পিছিয়ে পড়া জনজাতি জনগণের মধ্যে যারা ধর্মান্তরিত হচ্ছে সে ধর্মান্তকরণ বন্ধ করার সঠিক পথ দেখাবেন৷ রাজ্যে নানা প্রলোভন দেখিয়ে ধর্মান্তকরণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিশ্ব হিন্দু পরিষদের রাজ্য সম্পাদক রামপদ জমাতিয়া৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *