BRAKING NEWS

ভিলেজ ভোট নিয়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ

Election Tripuraনিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ২৩ জানুয়ারি৷৷ ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে৷ শাসক দল সিপিএম ভিলেজ কমিটির নির্বাচনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করতে শুরু করেছে৷ আজ দক্ষিণ জেলার বিলোনিয়ায় দশটি ভিলেজ কমিটির ৬৯ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে সিপিএম৷ ৪০টি ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে৷ সিপিএম বিলোনিয়া বিভাগীয় সম্পাদক তাপস দত্ত দলীয় ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ভিলেজ কমিটির দলীয় প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন৷ সাংবাদিক সম্মেলনে বিধায়ক বাসুদেব মজুমদারও উপস্থিত ছিলেন৷ সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিভাগীয় সম্পাদক তাপস দত্ত বলেন, আইপিএফটি বিভেদের রাজনীতি শুরু করেছে৷ ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷ পৃথক ত্রিপুরা ল্যান্ডের দাবিকে তিনি ধিক্কার জানিয়েছেন৷ এধরনের দাবির মধ্য দিয়ে নতুন করে অশান্তির পরিবেশ কায়েম করার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন৷ রাজ্যে বর্তমানে যে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বিরাজ করছে এই পরিবেশকে বিনষ্ট করার লক্ষ্যেই আইপিএফটি পৃথক রাজ্যের দাবিতে সোচ্চার হয়েছে৷ তিনি বলেন, বামফ্রন্ট আমলে এ রাজ্যে উপজাতিদের প্রভূত উন্নতি সাধিত হয়েছে৷
এডিসি এলাকার জনগণের আর্থসামাজিক মানোন্নয়ন ঘটেছে৷ শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, রাস্তাঘাট,পানীয় জল সহ বিভিন্ন সমস্যা সমাধানের জন্য রাজ্য স রকার এবং এডিসি প্রশাসন হাতে হাত ধরে কাজ করে চলেছে৷ এই শান্তির পরিবেশ অক্ষুণ্ণ্ রাখার স্বার্থেই আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে প্রতিটি ভিলেজ কমিটির প্রতিটি আসনে সিপিএম প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *