সুকলে ছাত্রভর্তি নিয়ে অনিয়ম, অধিকর্তাকে ডেপুটেশন

education copyনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জানুয়ারি৷৷ বেড়িমুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের কর্তৃপক্ষের বিরুদ্ধে ছাত্রভর্তি করা নিয়ে গুরুতর অভিযোগ এনে বিদ্যালয় শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশান প্রদান করেছেন অভিভাবকরা৷ কর্তৃপক্ষের বিরুদ্ধে শিক্ষা অধিকার আইন লঙ্ঘন করার অভিযোগও আনা হয়েছে৷
বামুটিয়ার রাঙুটিয়া রঞ্জিৎ পাঠশালা থেকে পঞ্চম শ্রেণী উত্তীর্ণ ছাত্রছাত্রীদের নিকটবর্তী বেড়িমুড়া দ্বাদশশ্রেণী বিদ্যালয়ে ভর্তি করা হচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে৷ ষষ্ঠ শ্রেণীতে ভর্তির ফর্মও দেওয়া হয়েছিল ভর্তি হতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের৷ সে অনুযায়ী রাঙুটিয়া রঞ্জিৎ পাঠশালা থেকে ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে এসে বেড়িমুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারছে না৷ তাতে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে৷ বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন রাঙুটিয়া সুকলের ছাত্রছাত্রীদের বেড়িমুড়া সুকলে ভর্তি করা সম্ভব নয়৷ কেন ভর্তি করা যাবে না জানতে চাওয়া হলে সুকলকর্তৃপক্ষ এস এমসি কমিটির সঙ্গে কথা বলতে বলেন৷ এসএমসির চেয়ারম্যানও জানান বেড়িমুড়া সুকলে ভর্তি করতে হলে নাকি অন্যভাবে ভর্তি করতে হবে৷ অর্থাৎ টাকার বিনিময়ে ভর্তি করার পরোক্ষ ইঙ্গিত দেন তিনি৷ এনিয়ে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ আজ বেড়িমুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশান প্রদান করেন অভিভাবকরা৷ তারা জানান, বেড়িমুড়া সুকলটি তাদের বাড়ির খুব কাছে অবস্থিত৷ শিক্ষা অধিকার আইনেও সংস্থান রয়েছে স্থানান্তরকরণের শংসাপত্র নিয়ে যে কোন ছাত্র অন্য সুকলে ভর্তি হতে পারবে৷ সেক্ষেত্রে স্থানান্তকরণের শংসাপত্র নিয়ে এসে এখনো ভর্তি হতে না পারায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা৷ এসব ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি হবে তা জানতে চেয়ে শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশান প্রদান করা হয়েছে৷ ছাত্রভর্তি করা নিয়ে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় শিক্ষা অধিকর্তা কি ব্যবস্থা গ্রহণ করেন সেটাই এখন দেখার বিষয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *