ওবিসি ছাত্রাছাত্রীদের মেধা পুরস্কার প্রদান

OBCনিজস্ব প্রতিনিধি, কল্যানপুর, ২২ জানুয়ারি ৷৷ অন্যান্য পশ্চাদপদ শ্রেণী ছাত্র-ছাত্রীদের মধ্যে ডঃ বি আর আম্বেদকর স্বর্ণপদক ও আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কার প্রদান করল অন্যান্য পশ্চাদপদ শ্রেণী কল্যান দফতর শুক্রবার মুক্তধারা অডিটরিয়ামে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী এই অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সমাজ কল্যান ও অন্যান্য পশ্চাদপদ শ্রেণী কল্যান দফতর মন্ত্রী বিজিতা নাথ৷
ডক্টর বি আর আম্বেদকর স্বর্ণপদক এবং আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কার প্রদান করা হল অন্যান্য পশ্চাদপদ শ্রেণী ছাত্র-ছাত্রীদের মধ্যে৷ শুক্রবার মুক্তধারা অডিটরিয়ামে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে অন্যান্য পশ্চাদপদ শ্রেণী কল্যান দফতর৷ প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজ কল্যান ও অন্যান্য পশ্চাদপদ শ্রেণী কল্যান দফতরের মন্ত্রী বিজিতা নাথ৷ সদর মহকুমা ভিত্তিক এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৩জনকে আম্বেদকর স্বর্ণপদক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ৪৭তম জনকে আম্বেদকর মেধা পুরস্কার এবং ৩ জনকে বিদ্যাসাগর সমাজ সংসৃকতি পুরস্কার প্রদান করা হয়৷ বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিজিতা নাথ পশ্চাদপদ শ্রেণী বিভাজন নিয়ে প্রশ্ণ তুলেন৷ তিনি শ্রেণী বিভাজন প্রশ্ণে সরাসরি কেন্দ্রীয় সরকারকে দায়ি করেন৷
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুরনিগমের মেয়র প্রফুল্লজিৎ সিনহা, দপ্তর অধিকর্তা অমিত কুমার দেববর্মা৷ বিশেষ সচিব নবনীতা রায় ও অন্যান্য বিশিষ্ঠ জনেরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *