নিজস্ব প্রতিনিধি, অমরপুর, ২২ জানুয়ারি ৷৷ অমরপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সিপিআইএমের প্রার্থী পরিমল দেবনাথ আজ অমরপুরের এসডিএম তথা রির্টানিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন৷
অমরপুর কেন্দ্রের শাসকদলীয় প্রার্থী পরিমল দেবনাথ আজ মনোনয়ন পত্র জমা দিয়েছেন৷ দলীয় কর্মী সমর্থকরা মিছিল করে প্রার্থীকে এস ডি এম অফিসার সামনে নিয়ে যান৷ সেখান থেকে এস ডি এম অফিসে গিয়ে এস ডিএম দেবপ্রিয় বর্মনের হাতে মনোনয়ন পত্র তুলে দেয় সিপিআইএমের প্রার্থী পরিমল দেবনাথ৷ মনোনয়ন পত্র জমা দেবার পর তিনি বলেন, জনগন স্বতস্ফুত ভাবে এগিয়ে এসেছেন৷ ফলাফল ভালো হবে বলেই তিনি আশা ব্যক্ত করেন৷
অমপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মনোনয়ন পত্র জমা দিওয়াকে কেন্দ্র করে শাসক দলের কর্মী সমর্থকরা প্রত্যাশা মতো সামিল হননি৷ এনিয়ে জল্পনা কল্পনা ক্রমশই পুঞ্জিভূত হচ্ছে৷
2016-01-23