BRAKING NEWS

ভিলেজ কমিটির নির্বাচনে প্রার্থী ঘোষণা করল সিপিএম, ঘর গোছাতে ব্যস্ত কংগ্রেস

CONGRESS CPIMনিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২০ জানুয়ারি৷৷ এখনো ঘোষণা হয়নি নির্বাচনের দিনক্ষন৷ তার আগেই সোনামুড়া মহকুমার ১৭টি এ ডি সি ভিলেজ কমিটির ৭৩ টি ওয়ার্ডের ১২৭ আসনে ১২৭ জন প্রার্থীরা নাম ঘোষণা করল সি পি এম৷ বুধবার দলের মহকুমা দপ্তরে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রার্থী তালিকা ঘোষণা করেন সি পি এম সোনামুড়া মহকুমা সম্মাদক রতন সাহা৷ ১২৭ জনের প্রার্থী তালিকায় ১০৬ জনই নতুন মুখ্য৷ ৫৮ জন মহিলা৷
দিনক্ষন ঘোষণা না হলেও খুব সম্ভবত ফেব্রুয়ারিতে শেষের দিকে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজ্যের এ ডি সি ভিলেজ নির্বাচন৷ পাহাড়ে অনেকইটাই মৃয়মান অবস্থায় বিরোধী কংগ্রেস দল৷ মাঝে ধ্যে আই পি এফ টি -র কিছুটা নারাচারা লক্ষ্য করা গেলেও নির্বাচন নিয়ে তেমন সক্রিয়তার লক্ষন নেই৷ এই অবস্থায় শাসক বামফ্রন্ট তথা সি পি আই (এম) নিজেরাই যেন নিজেদের প্রতিযোগী৷ প্রতিযোগীতা নির্বাচনী কার্যক্রম, প্রচার ইত্যাদিতে এগিয়ে থাকার৷ যেই নিরিখে গোটা রাজ্যের মধ্যে আপাতত এক ধাপ এগিয়ে সোনামুড়ার বামফ্রন্ট তথা সি পি আই এম৷ এ ডি সি ভিলেজ নির্বাচনকে সামনে রেখে রা জ্যের অন্যত্র বাম ফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা না হলেও বুধবার তাই করে দেখাল সোনামুড়ার সি পি আই এম৷ দলের মহকুমা দপ্তর মুজফ্ফর ভবনে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মহকুমা সম্পাদক রতন সাহা মহকুমা অর্ন্তগত ১৭ টি এ ডি সি ভিলেজের ৭৩ টি ওয়ার্ডের ১২৭ টি আসনের অর্ন্তগত ১২৭ জন প্রার্থীর নাম ঘোষণা করেন৷
সংরক্ষন অনুযায়ি ১২৭ জনের মধ্যে ৫৫ জন মহিলা প্রার্থী হওয়ার কথা৷ কিন্তু গোটা সোনামুড়া মহকুমায় ৫৮ জন মহিলা প্রার্থী দিয়েছে বামফ্রন্ট৷ ১২৭ এর মধ্যে ১০৬ জনই নতুন মুখ৷ শিক্ষীত ও যুবকদের প্রাধান্য দেওয়া হয়েছে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে৷
কংগ্রেস নয়, পাহাড়ে আপাতত আই পি এফ টি কেই প্রধান বিরোধী শক্তি হিসেবে দেখছে সি পি এম, সংবাদিক সম্মেলনে অকপটে তা স্বীকার করেন রতন বাবু৷ তবে উন্নয়ন, শান্তি ও জনস্বার্থ বাহী কাজ কর্মের যথাযথ বাস্তবায়নের নিরিখে আরও একবার বামেদের পক্ষেই যে পাহাড়বাসী রায় দেবেন এ বিষয়ে দ্বিধাহীন রতন৷ সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে ছিলেন সি পি এম নেতা বিধায়ক শ্যামল চক্রবর্তী, নারায়ন চক্রবর্তী কমলা মজুমদার, নকুল মল্ল প্রমুখ৷ সোনামুড়া থেকে অভিজিৎ বর্ধন আওয়াজ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *