৭০ কেজি গাঁজাসহ পুলিশের জালে পাঁচ

Marijuanaনিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১৮ জানুয়ারী৷৷ পাচারের জন্য প্যাকেটিং করার সময় সত্তর কেজি গাঁজা সহ গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে৷ ঘটনাটি ঘটেছে  রবিবার রাতে দক্ষিণ জেলার পিআর বাড়ি থানার অধীন ডিমাতলী চন্দ্রপুর এলাকায়৷ গোপন সূত্রে পুলিশের কাছে খবর ছিল ঐ এলাকার বাসিন্দা আব্দুল হান্নান মিয়ার বাড়িতে গাঁজা মজুত রয়েছে এবং এই গাঁজা বাংলাদেশে পাচারের জন্য পেকেটিং করা হচ্ছে৷ সেই খবরের ভিত্তিতে পি আর বাড়ি থানার এসআই সুমন দেবের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী রাতে আব্দুল হান্নান মিয়ার বাড়িতে অভিযান চালায়৷ পুলিশের অভিযানের আঁচ পেয়ে বাড়ির মালি আব্দুল হান্নান মিয়া পালিয়ে গা ঢাকা দেয়৷ পুলিশ তার বাড়ি থেকে  গাঁজাসহ পাচ চোরাকারবারীকে আটক করেছে৷ তারা হল সংকর দেবনাথ, প্রদীপ দেবনাথ, মিঠু দেবনাথ এবং সঞ্জিত দাস৷ অন্যদিকে ধৃতদের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ সোমবার সকালে আব্দুল হান্নান মিয়াকে গ্রেপ্তার করেছে৷ পাঁচজনকেই পুলিশ এদিন কোর্টে সোপর্দ করেছে৷ চারজনকে চৌদ্দদিনের জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন৷ অন্যদিকে পুলিশ গাঁজা পাচারের মূল পান্ডা আব্দুল হান্নান মিয়াকে রিমান্ডে দেয়ার জন্য আদালতের কাছে আর্জি জানিয়েছিল৷ আদালত পুলিশের কাছে কেইস ডায়রী তলব করেছে৷ কেইস ডাইরী পাওয়ার পরই তাকে রিমান্ড সংক্রান্ত বিষয়ে বিবেচনা করবে আদালত৷ আপাতত আব্দুল হান্নান মিয়াকে জেলেই রাখা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *