নয়াদিল্লি ও কলকাতা, ১৯ জানুয়ারি (হি.স.): চলতি মাসের ২৩ তারিখ দেশের ২৩টি জায়গায় হামলা চালাতে পারে চারটি জঙ্গি সংগঠন| জঙ্গিদের নিশানায় রয়েছে পশ্চিমবঙ্গও| এই মর্মে সতর্কবার্তা জারি করল সেন্ট্রাল ইনটেলিজেন্স বু্যরো| সতর্কবার্তায় জানানো হয়েছে, আগামী ২৩ জানুয়ারি দেশের একাধিক জায়গায় একসঙ্গে হামলার পরিকল্পনা করেছে জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তৈবা, ইন্ডিয়ান মুজাহিদিন এবং বাংলাদেশের জঙ্গি গঠন হিজবুল তেহরির|
গোয়েন্দা সূত্রের খবর, পশ্চিমবঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে নাশকতা চালাতে পারে সন্ত্রাসবাদীরা| তাদের নিশানায় রয়েছে রাজ্যের একটি ব্যস্ততম রেল সেতুও| গোয়েন্দাদের অনুমান, নৈহাটির জুবিলি ব্রিজকে সম্ভবত নিশানায় রেখেছে জঙ্গিরা| প্রতিটি রাজ্যের পুলিশকে সতর্ক করা হয়েছে| সতর্ক করা হয়েছে বিএসএফ এবং উপকূলরক্ষী বাহিনীকেও| দেশজুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট|