BRAKING NEWS

নাবালিকা অপহৃত, ধৃত যুবক

kidnapনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি ৷৷ নাবালিকা অপহরণ এর অভিযোগে গ্রেপ্তার এক যুবক৷ নাম শঙ্কর দেববর্মা বাড়ী তেলিয়ামুড়া থানাধীন দুস্কির মগরাই সর্দার পাড়ায়৷ শনিবার নিজ বাড়ী দুস্কি থেকেই গেপ্তার হয় ঐ যুবক৷ চাকমাঘাট মকর সংক্রান্তী মেলা থেকে ঐ নাবালিকাকে অপহরণ করে বলে তেলিয়ামুড়া থানায় অভিযোগকরে মেয়ের বাবা৷ ঘটনার জানা যায় বৃহস্পতিবার উত্তর গুকুল নগর এডিসি ভিলেজের ব্রম্মছড়া মাসিয়া মঙ্গল এলাকার দিন মজুর এর নাবালিকা মেয়ে বাড়িতে না জানিয়ে বন্ধু বান্ধবীদের চাকমা ঘাটে মেলাতে আসে৷ তবে মেলাশেষ হলে আর তার বাড়ীতে পৌঁছা হয় নি৷ সেখান থেকেই অপহরন হয় ১৫ বছরের নবম শ্রেণীর ছাত্রীটি৷ দুই দিন যাবত খুজাখুজি করে বাড়ির লোক কান্নায় ভেঙ্গে পরে৷ গত শনিবার খবর আসে দুস্কি এলাকায় মেয়েটিকে বাবা হয়েছে ঐ যুবকের বাড়ীতে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয় ও শঙ্কর দেবনাথের বিরুদ্ধে অপহরনের মামলা করেন৷ পুলিশ শনিবার রাতেই নিজ বাড়ী থেকে শঙ্করকে গ্রেপ্তার করে৷ রবিবার তাকে খোয়াই আদালতে তোলা হবে৷ তবে সূত্রের খবর তাদের মধ্যে দির্ঘ দিনের ভালবাসার সম্পর্ক ছিল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *