BRAKING NEWS

যথাযোগ্য মর্য্যাদায় তেলিয়ামুড়ায় পালিত মাস্টারদার জন্মদিন

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১২ জানুয়ারি৷৷ যথাযথ মর্যাদায় তেলিয়ামুড়ায় পালন হয় মাস্টারদা সূর্যসেনের ৮২তম আত্মবলিদান দিবসটি৷ তেলিয়ামুড়া সূর্যসেন মার্কেটের সামনে পালন হয় এই আত্মবলিদান অনুষ্ঠানটি৷ উদ্যোক্তা ছিলেন মাস্টারদা সূর্যসেন অ্যাওয়ার্ড ট্রাস্ট বোর্ড৷ উপস্থিত ছিলেন সমাজসেবী সুধীর সরকার, তেলিয়ামুড়া পুর পরিষদ এর চেয়ারম্যান তথা মাস্টারদা সহ কর্মী স্বর্গীয় সুশীল কুমার দের দ্বিতীয় পুত্র সজল দে, ট্রাস্টের সভাপতি সহ প্রমুখ৷ প্রথমে মাস্টারদার মূর্তিতে মাল্যদান করে সমাজসেবী সুধীর সরকার, এরপর প্রদীপ প্রজ্জ্বলন করে টিএমসি চেয়ারম্যান সজল কুমার দে৷ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরাও উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে৷ এদিনের অনুষ্ঠান তেলিয়ামুড়া মহকুমার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত দুজন কৃতি ছাত্রকে মাস্টারদা সূর্যসেন স্মৃতি পুরস্কার প্রদান করা হয় ট্রাস্টের পক্ষ থেকে৷ মাস্টারদার জীবন নিয়ে আলোচনা করে আমন্ত্রিত অতিথিরা৷
এদিকে, ১৬৪ তম স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তি উপলক্ষ্যে তেলিয়ামুড়াতেও বিভিন্ন কর্মসূচী গ্রহন করে সরকারী বেসরকারী সংস্থা গুলো স্বামীজীর শ্রদ্ধাজ্ঞাপন করেছে৷ স্বামীজীর ১৬৪ তম জন্ম জয়ন্তি উপলক্ষ্যে অন্যান্য বছরের ন্যায় তেলিয়ামুড়া মহকুমা ঐতিহ্যবাহী বিদ্যালয় তথা বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয় তরফে দুই দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহন করেন৷
মঙ্গলবার বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দিয়ে এক বর্ণাঢ্য টেবলু প্রদশিথ করে৷ এদিনের ট্যাবলুতে অংশ গ্রহন করে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী ছাত্র-ছাত্রীরা৷ স্বামীজীর জীবনি ও সহ বিভিন্ন আইটেমের বনাঢ্য ট্যাবলুতে দেখানোর চেষ্টা করেন ছাত্র-ছাত্রীরা৷ বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে বনাঢ্য টেবলুটি তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথে প্রদর্শন করে সুকলে ফিরে আসে৷ এদিকে বনাঢ্য শোভাযাত্রায় অংশ গ্রহন করে কবি নজরুল বিদ্যাভবনের ছাত্র-ছাত্রীরাও৷ এদিকে বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষিক নারায়ন বসাক জানান, স্বামীজির প্রতিশ্রদ্ধা জানানোর জন্যেই ছাত্র-ছাত্রীদের দ্বারা এই প্রদর্শন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *