মুম্বই, ৯ জানুয়ারি (হি.স.): সুজয় ঘোষের পরবর্তী ছবি `তিন’-এর শু্যটিংয়ের ফঁাকে পঁাজরে চোট পেয়েছিলেন অভিনেতা অমিতাভ বচ্চন| চোট এতটাই মারাত্মক যে, সারতে আরও কিছু দিন সময় লাগবে| তবে চিন্তার কোনও কারণ নেই| শনিবার সিটি স্ক্যানও করা হয়েছে| এদিন টুইট করে বিগ বি জানিয়েছেন, `পাঁজর যথেষ্ট ক্ষতিগ্রস্থ, সারতে সময় লাগবে, বাকি সব ঠিক আছে|’ তিনি টুইটারে আরও জানান, `চিন্তার কোনও কারণ নেই|’ `তিন’-এর শু্যটিংয়ের জন্য রবিবারই শহরে আসছেন বিগ বি|
2016-01-09