তামিলনাড়ুর তিরুনেলভেল্লিতে বাস উল্টে মৃত ১০, আহত ১৮

ACCIDENTমাদুরাই, ৮ জানুয়ারি (হি.স.): তামিলনাড়ুর তিরুনেলভেল্লি জেলায় মিনিবাস উল্টে মৃতু্য হল কমপক্ষে ১০ জনের| মর্মান্তিক এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন| শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে| মৃতদের মধ্যে রয়েছে তিন মহিলা ও দুই শিশু|
পুলিশ সূত্রের খবর, এদিন ভেলানকান্নি থেকে তিরুভানানথাপুরম যাচ্ছিল মিনিবাসটি| সেই সময় রাস্তার ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় বাসটি| প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, বাসের চালক ঘুমিয়ে পড়েছিল, তাই দুর্ঘটনা| আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *