BRAKING NEWS

আফগানিস্তানের হীরাটে ভারতীয় দূতাবাসের সামনে থেকে উদ্ধার বিস্ফোরক বোঝাই গাড়ি

kabulকাবুল, ৮ জানুয়ারি (হি.স.) : আফগানিস্তানের হীরাটে ভারতীয় দূতাবাসের সামনে থেকে উদ্ধার হল বিস্ফোরক ভর্তি একটি গাড়ি| গ্রেফতার হয়েছে ১ জন |
\ানা গিয়েছে, শুক্রবার দুপুরে আফগানিস্তানের হীরাটে ভারতীয় দূতাবাসের সামনে থেকে উদ্ধার হল বিস্ফোরক বোঝাই একটি গাড়ি | দূতাবাসের সামনের আফগান নিরাপত্তা রক্ষীরাই এই গাড়িটি উদ্ধার করেন| ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে শুক্রবার দেওয়া এক বিবৃতিতে জানা গেছে, গাড়িতে থাকা বিস্ফোরকগুলো অব্যবহৃত ও পরিত্যত্ত্ | এ কারণে কোনো দুর্ঘটনা ঘটেনি|
এই গাড়ির ভিতর থেকে এক ব্যক্তিকেও গ্রেফতার করেছে আফগান পুলিশ| যদিও ভারতীয় দূতাবাসের সামনে এই বিস্ফোরক বোঝাই গাড়িটি কে বা কারা দাঁড় করিয়ে রেখেছিল, তা এখনও জানা যায়নি| গাড়িটি দাঁড় করিয়ে রাখার পিছনে ভারতীয় দূতাবাসে নাশকতার পরিকল্পনা ছিল কিনা তাও স্পষ্ট নয়| তবে এই গাড়িটি বিস্ফোরক কেনা-বেচার কাজে ব্যবহৃত হত বলে তদন্তে প্রকাশিত হয়েছে| এই গাড়ির সঙ্গে ধৃত ব্যক্তিকে জেরা শুরু করেছে পুলিশ| ভারতীয় দূতাবাসের সামনে এভাবে বিস্ফোরক ভর্তি গাড়িটি দাঁড় করিয়ে রাখার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে | ঝুঁকি এড়াতে দূতাবাস-সংলগ্ন এলাকায় অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে|
এই সপ্তাহের শুরুতেই দেশটির মাজার-ই-শরিফ শহরের ভারতীয় দূতাবাসে হামলার কদিন পর এ বিস্ফোরকভর্তি প্রাইভেটকার উদ্ধার করা হলো | মাজার-ই-শরিফের ভারতীয় দূতাবাসে হামলায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর রাতভর সংঘর্ষ হয়| এতে তিন সন্ত্রাসী নিহত হয়| নয়াদিল্লির একটি সূত্র জানায়, পাঞ্জাবের পাঠানকোট বিমানঘাঁটি ও মাজার-ই-শরিফ কনসু্যলেটে হামলার ঘটনা একই সূত্রে গাঁথা| তবে কারা এর পেছনে কলকাঠি নাড়ছে, সে বিষয়ে এখনই কিছু স্পষ্ট করা হচ্ছে না|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *