শ্রীনগর, ৭ জানুয়ারি (হি.স.): প্রয়াত জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মুফতি মহম্মদ সৈয়দ| বৃহস্পতিবার সকালে দিল্লির এইমসে মৃতু্য হয় তঁার| মুফতির মৃতু্যর পর রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবেন সেবিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি| তবে মেহবুবা মুফতিই যে দলের একমাত্র পছন্দ, তা-ও জানানো হয়েছে দলের তরফে| এর আগে নভেম্বরে এক সাংবাদিক সম্মেলনে সইদ তাঁর মেয়ে মেহবুবার উপরে দায়িত্ব হস্তান্তরের কথা জানিয়েছিলেন| আর তাই মনে করা হচ্ছে জম্মু ও কাশ্মীরের মসনদে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে বসতে চলেছেন মেহবুবা মুফতি|
পিডিপি নেতা তথা লোকসভার সদস্য মুজাফফর হুসেন বাগি বলেন, পিডিপি সর্বসম্মতভাবে মেহবুবা মুফতিকে মুফতি সাহেবের উত্তরাধিকার হিসাবে সমর্থন করে| তবে মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব নেওয়ার আগে বিজেপির সমর্থনও প্রয়োজন| জম্মু ও কাশ্মীরে পিডিপির সঙ্গে জোট বেঁধে ক্ষমতায় রয়েছে বিজেপি| এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী পদে মেহবুবা মুফতির বিরোধিতা করেনি বিজেপির কোনও নেতানেত্রী| উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরে ৮৭টি আসনের মধ্যে ২৮টি আসন রয়েছে পিডিপির| বিজেপির রয়েছে ২৫টি আসন|