পিয়ংইয়ং ও সিওল, ৬ জানুয়ারি (হি.স.): পরীক্ষামূলক ভাবে হাইড্রোজেন বোমা ফাটিয়েছে উত্তর কোরিয়া| বুধবার তারা এমনটাই দাবি করেছে| শুধু তাই নয়, সফল ভাবে এই পরীক্ষা হয়েছে বলেও জানিয়েছে তারা| এই দাবি যদি সত্যি হয়, তবে পারমাণবিক শক্তির দিক থেকে তারা চূড়ান্ত ধাপে পৌঁছল| এদিকে, ভূগর্ভে হাইড্রোজেন বোমা ফাটানোয় ভূমিকম্পও হয়েছে| রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১| কম্পনের জেরে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি| দক্ষিণ কোরিয়া পর্যন্ত ভূমিকম্পের কাঁপুনি টের পাওয়া গিয়েছে| যদিও তার দাপট ছিল অনেকটাই কম|
পারমাণবিক বোমে পরমাণুর বিয়োজন ঘটানো হয়| আর হাইড্রোজেন বোমে দুটি হাইড্রোজেন পরমাণুকে জুড়ে দেওয়া হয়| তার ফলে তৈরি হয় হিলিয়াম| এই প্রক্রিয়ায় প্রচুর তাপশক্তি উত্পন্ন হয়| যা সাধারণ পারমাণবিক বোমের থেকে বহুগুণ বেশি|
উত্তর কোরীয় নেতা কিম জং-উন ব্যক্তিগত ভাবে এই পরীক্ষার নির্দেশ দিয়েছিলেন| আর দুদিন পরেই তাঁর জন্মদিন| তার আগে এমন পরীক্ষায় সফল ভাবে উত্তীর্ণ হওয়ায় তিনি খুশি বলে সে দেশের সংবাদ মাধ্যম জানিয়েছে| তারা আরও জানিয়েছে, সাম্প্রতিক পরীক্ষা সম্পূর্ণ ভাবেই সে দেশের প্রযুক্তি নির্ভর| এমনকী, ওই প্রকল্পে দেশের বিজ্ঞানীরাই কাজ করেছেন| এই খবর প্রকাশ্যে আসার পরেই আন্তর্জাতিক মহলে শোরগোল পড়ে যায়| উত্তর কোরিয়ার দাবি সত্যি কি না, তা খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হয়| আমেরিকা যদিও এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করেনি|