BRAKING NEWS

নিগমের উদাসীনতায় বিদ্যুতের ছোবলে প্রাণ গেল যুবকের

death electric shockনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জানয়ুারি৷৷ বিদ্যুৎ নিগমের উদাসীনতা আর খামখেয়ালিপনায় বিদ্যুৎ ছোবলে প্রাণ গেল এক যুবকের৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটে বিশ্রামগঞ্জ থানাধীন চিকনছড়া গ্রামের মুল্লাপাড়ায়৷ মৃত যুবকের নাম বাচ্চু মিয়া৷ বিদ্যুৎ ট্রান্সফরমারে ওবার লোড হয়ে যাওয়ায় এটি বিস্ফোরণ হলে ঝলসে যায়৷ তার দেহ মৃত্যু হয় বাচ্চু মিয়ার৷ রবিবার ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷
বিদ্যুৎ নিগমের কর্মীদের কর্তব্যে গাফিলতি আর উদাসীনতায় বিদ্যুতের ছোবলে প্রাণ গেল এক যুবকের৷ মর্মান্তিক এই ঘটনাি ঘটে বিশ্রামগঞ্জ থানাধীন চিকনছড়া গ্রামের মল্লাপাড়ায়৷ শনিবার বিকেলে এই ঘটনায় শোকের ছায়া নেমে আগে গোটা গ্রামে৷ ঘটনার বিবরণে দিতে গিয়ে স্থানীয় বাসিন্দারা জানান, বিশ্রামগঞ্জ সাবস্টেশনের অধীন চিকনছড়া গ্রামের মুল্লাপাড়ায় গত ৬দিন যাবত বিকল হয়ে পড়ে বৈদ্যুতিন ট্রান্সফরমার৷ ফোনের পর ফোন লিখিতভাবে জানানো হলেও স্থানীয় বিদ্যুৎ নিগমের গড়িমসিভাবে সেটি আর মেরামত হয়নি৷ শেষ পর্যন্ত গতকাল শনিবার বাচ্চু মিয়া বিদ্যুৎ নিগমের অফিসে গিয়ে কথা বলেন৷ এরপর দুপুরে বিদ্যুৎ নিগমের কয়েকজন অনভিজ্ঞ লোক এসে এটি মেরামতি না করেই পুনরায় লাইন চালু করেন৷ এতেই বাধে বিপত্তি৷ বিদ্যুতের ওভারলোডে বিস্ফোরণ হয় ট্রান্সফরমারের৷ এর সঙ্গে দাঁড়িয়েছিল বাচ্চু৷ ট্রান্সফরমারে গরম হাওয়ায় ঝলসে যায় তার দেহ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তার৷ এদিকে এলাকাবাসীর তাকে প্রথমে বিশ্রামগঞ্জ হাসপাতালে পরে জিবি হাসপাতালে নিয়ে এলে চিকিৎ সকরা জানান হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে৷ এলাকাবাসী পুরো বিষয়টি বিদ্যুৎ নিগমের গাফিলতি বলে অভিযোগ করেন৷ তাদের বক্তব্য ঐ স ময় ট্রান্সফরমারের পাশে অন্য কেউ থাকলে তারও মৃত্যু হত৷ রবিবার দুপুরে ময়নাতদন্তের পর মৃতদেহ এলাকায় পৌঁছলে কান্নায় ভেঙ্গে পড়েন বাচ্চুর আত্মীয় পরিজনরা৷ বিদ্যুৎ নিগমের এই উদাসীনতায় ক্ষোভ দেখা দিয়েছেগ্রামবাসীদের মধ্যে৷ শুধু তাই নয় এই এলাকায় দীর্ঘদিন যাবতই চলছে বিদ্যুতের সমস্যা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *