বিলোনীয়া সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে অনিয়মের অভিযোগ

indiabangladeshborderfencingনিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ০২ জানুয়ারি ৷৷ দীর্ঘ  তালবাহানার পর অবশেষে ভারত বাংলাদেশের ঐক্যমতের ভিত্তিতে জিরো লাইনে বিলোনীয়া শহরের সাড়াসামা থেকে গিরিধারী কালীনগর হয়ে চেকপোষ্ট পর্যন্ত প্রায়  ৩ কিমি কাটাতারের বেড়ার কাজ শুরু হয়৷ সাথে বিএসএফ চলাচলের জন্য রাস্তা৷ নিয়মিত ভাবে কাজের বরাত পায় এনবিসিসি সংস্থা৷  এর থেকে কাজ করার বরাত নেয় রাজ্যের ঠিকেদার শিবু সাহা৷ যথারীতি কাজ শরু হয়৷ সিপিআই (অম) পার্টির চাপে স্থানীয় কিছু ক্যাডারকে মাটি ভরাটের দ্বায়িত্ব দেওয়া হয়৷ যেহেতু যে জায়গা দিয়ে রাস্তা যাবে তার সবটাই কৃষি জমি৷ মাটি ভরাটের তার শুরু হয় কাজ ইট, পাথর, সিমেন্ট বালি এবং লোহা দিয়ে৷ কিন্তু দেখা যায় ওই কজে ব্যাবহয়ত সামগ্রী অত্যান্ত নিম্ন মানের৷ কাজ ও হচ্ছে নিম্ন মানের বলে অভিযোগ এলাকাবাসীর৷ যে ইট ব্যাবহয়ত হচ্ছে ২০৩ নম্বরি৷ বালু মাটির মত ৬/১ এ বালু সিমেন্ট ধরা থাকলে ও কাজ হচ্ছে ১২/১ এবং ১০/১ এ যা যে কোন সময়ে ভেঙ্গে পড়তে পারে৷ একদিকে কাজের গুনমান যেমন খারাপ হচ্ছে তেমনি অন্যদিকে কাজের যে সব নিয়ম গুলি ধরা রয়েছে তাও মানা হচ্ছে না বলে অভিযোগ৷ এই নিয়ে আজ স্থানীয় জনগন ক্ষোভ দেখান৷ কাজ ঠিকমত না করলে বন্ধকরে দেওয়ার হুমকি দেন৷ ঠিকেদার নিযুক্ত কর্মীরা কাজের গুনমান নিম্ন হচ্ছে বলে  বা মানলেও নিয়ম থেকে কিছুটা কম হচ্ছে বলে স্বীকার করেন৷  কিরকম কাজ হচ্ছে তা না দেখার জন্য কতৃপক্ষ সহ স্থানীয় নেতাদের সমালোচনা করেন৷ এস ডি এম, ডি এম সকলে নাথলেও এই ব্যাপারে সকলে উদাসীন বলে ক্ষোভ ব্যাক্ত করেন জনগন৷ প্রশাসন সহ স্থানীয় নেতৃত্বদের কাজে খোঁজ খবর নেওয়ার অনুরোধ জানান স্থানীয় জনগন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *