ফিসারী এসিস্টেন্ট পদে আবেদনপত্র জমা ঘিরে উদয়পুর মৎস দপ্তরে ধুন্ধুমার

unemployed tripuraনিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ০২ জানুয়ারি ৷৷ ইন্টারভিউকে কেন্দ্র করে চরম উত্তেজনা এবং বিশৃঙ্খলা মৎস দপ্তরে৷ ঘটনা উদয়পুর অমর সাগরস্থিত মৎস দপ্তরের উপ অধিকর্তার কার্য্যালয়ে৷ পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে৷
প্রসঙ্গত, রাজ্যের অন্যান্য মহকুমার মত মন্দির নগরী উদয়পুর মহকুমার মৎস দপ্তরের উপ-অধিকর্তার কার্য্যালয়ে চলছে মৎস দপ্তরের ফিসারী অ্যাসিস্টন্টে পদে আবেদনপত্র গ্রহণ৷ গত ২৩ শে ডিসেম্বর থেকে চলছে ইন্টারভিউর আবেদন পত্র গ্রহণের প্রক্রিয়া৷ চলবে আগামী ৪ ই জানুয়ারী অব্দি৷ অভিযোগ, চরম বিশৃঙ্খলার পরিবেশের মধ্য দিয়ে চলছে উদয়পুর মৎস দপ্তরের এই প্রক্রিয়া চলছে৷ যার ফলে গোমতী জেলার ৩ মহকুমা উদয়পুর অমরপুর ও করবুক মহকুমার বেকার যুবক যুবতীরা বেজায় ক্ষুব্ধ৷ একসময় হাতাহাতির উপক্রম দেখা দেয় ইন্টারভিউ কেন্দ্রে৷ পরে পুলিশ হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে৷ যদিও শান্তি শৃঙ্খলাভাবেই আবেদনপত্র নেওয়া হচ্ছে বলে জানান মৎস দপ্তরের আধিকারিকরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *