নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারি৷৷ কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ হ্রাস করায় হাঁপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের প্রস্তুতির কাজ প্রলম্বিত হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ শুক্রবার মুখ্যমন্ত্রী হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনটির সর্বশেষ প্রস্তুতি খতিয়ে দেখতে মানিক সরকার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ পরিদর্শনে যান৷ [vsw id=”vHorXEVw8rU” source=”youtube” width=”325″ height=”244″ autoplay=”yes”]মুখ্যমন্ত্রীর সাথে শিল্প ও বাণিজ্য মন্ত্রী তপন চক্রবর্তী, মুখ্যসচিব প্রমুখও ছিলেন৷ মুখ্যমন্ত্রী শুক্রবার হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণটি পরিদর্শনে যান৷ সেখানে তিনি মেলা প্রাঙ্গণের যাবতীয় নির্মাণ কাজগুলি ঘুরে দেখেন৷ পরিদর্শণকালে তিনি বিভিন্ন কাজ সম্পর্কে আধিকারিকদের কাছ থেকে বিশদভাবে জেনে নেন৷ এদিন মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন বিদ্যালয় শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী, রাজ্যের মুখ্যসচিব ওয়াই পি সিং, আধিকারিক এম নাগরাজু প্রমুখ৷ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মানিক সরকার জানান, মেলা প্রাঙ্গণের কাজ এগুচেছ৷ ২০১৬ সালের ডিসেম্বর মাসে এর কাজ শেষ হবে৷ মুখ্যমন্ত্রী অভিযোগের সুরে জানান, কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ বন্ধ করে দেওয়ায় নির্মাণ কাজ প্রলম্বিত হচ্ছে৷
উল্লেখ্য, গত ৫ বছর যাবত হাঁপানিয়াস্থিত মেলা প্রাঙ্গণের নির্মাণ কাজ চলচে৷ মেলা প্রাঙ্গণে গেস্ট হাউস, সুইমিং পুলের ব্যবস্থাও থাকবে৷ গোটা প্রকল্পটির নির্মাণ কাজ সমাপ্ত করতে একশ কোটি টাকা ছাড়িয়ে যাবে৷