BRAKING NEWS

রাস্তা সংস্কারে নিম্নমানের কাজ করছে বিআরও, প্রতিবাদে অবরোধ

Kailasaharনিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১ জানুয়ারি৷৷ সঠিকভাবে রাস্তা সংস্কারের দাবিতে শুক্রবার এক ঘন্টা রাস্তা অবরোধ করেন কৈলাসহর উন্নয়ন মঞ্চের কর্মী সমর্থকরা৷ কিছুক্ষণ কাজও বন্ধ ছিল৷ পরে নির্মাণ সংস্থা বি আর ওর দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার কথা বলেন জেলা শাসক মৃণালকান্তি নাথের সাথে৷ শেষ পর্যন্ত রাস্তা একটু প্রশ্বস্ত করেই কাজ পুনরায় শুরু হয়েছে৷ কাজে যাতে কেউ বাধা দিতে না পারে সেজন্য সিপিএমের এক প্রভাবশালী নেতা, দুজন পুর পরিষদ সদস্য সক্রিয় ছিলেন এবং কয়েক ঘন্টা নির্মাণস্থলের পাশেই অবস্থান করেছিলেন৷
৪ বছর আগে পুরাতন ডাক বাংলো থেকে কুমারঘাট অবধি রাস্তা ডবললেন করার জন্য দায়িত্বপ্রাপ্ত বিআরও৷ বরাদ্দ হয়েছিল ৯০ কোটি টাকা৷ দায়সারা কাজ চলছিল৷ কদিন আগে শনিতলা থেকে রাস্তা সংস্কারে কাজ শুরু হয়৷ শুক্রবার গার্লস সুকল রোডে কাজ চলার সময় বাধা দেন পুর সদস্য নীতিশ দে ও উন্নয়ন মঞ্চের নেতারা৷ রাস্তার দুপাশে কিছু পাকা জায়গা বাদ রেখেই পীচ ঢালাই চলছিল৷ উন্নয়ন মঞ্চের দাবি ছিল পুরো রাস্তাই পাকা করতে হবে৷ বি আর ও রাজি হয়নি৷ ফলে রাস্তা অবরোধ শুরু হয়৷ এসডিএম অজিত শুক্লদাস, পুর পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার অনিমেষ ধর ঘটনাস্থলে আসেন৷ কিছুক্ষণের জন্য কাজ বন্ধ থাকে৷ ঘন্টাখানেক পর কাজ শুরু হয়৷ শাসক দলের নেতারা কাজ তদারকি করেন৷ উন্নয়ন মঞ্চের নেতাদের অবশ্য সে সময় দেখা যায়নি৷ বি আর ও শহরের রাস্তা প্রশ্বস্ত না করলে ভবিষ্যতে সম্যসা হতে পারে সে কথা বুঝেন শাসক দলের নেতারাও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *