মুম্বই, ২০ সেপ্টেম্বর (হি.স.): বর্ষীয়ান গীতিকার, কবি জাভেদ আখতারের দায়ের করা মানহানির মামলায় সোমবার আন্ধেরির ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। আদালতে এদিন হাজিরা দেন জাভেদ আখতারও। এদিন আদালতে কঙ্গনার আইনজীবী রিজওয়ান সিদ্দিকী, এই মামলায় একটি ট্রান্সফারের আবেদন করেছেন, সে বিষয়ে শুনানি হবে আগামী ১ অক্টোবর। পাশাপাশি আগামী ১৫ নভেম্বর পর্যন্ত এই মামলার শুনানি স্থগিত রেখেছে আদালত। গত সপ্তাহে আদালত নির্দেশ দিয়েছিল, পরবর্তী শুনানির দিন হাজিরা দিতে হবে কঙ্গনাকে, আদালতের নির্দেশ না মানলে দায়ের করা হবে গ্রেফতার পরোয়ানা। আদালতের নির্দেশ মেনেই এদিন হাজিরা দিয়েছেন কঙ্গনা।
উল্লেখ্য, গীতিকার জাভেদ আখতারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করার দায়ে অভিযুক্ত কঙ্গনা রানাউত। কঙ্গনার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ নম্বর (মানহানি) ও ৫০০ নম্বর (মানহানির শাস্তি) ধারায় মামলা দায়ের করেছিলেন বর্ষীয়ান শিল্পী জাভেদ আখতার। একটি নিউজ চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে জাভেদ আখতারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছিলেন কঙ্গনা রানাউত। সেই মানহানির মামলাতেই সোমবার আন্ধেরির আদালতে সশরীরে হাজিরা দিয়েছেন কঙ্গনা রানাউত। আগামী ১৫ নভেম্বর পর্যন্ত এই মামলার শুনানি স্থগিত রেখেছে আদালত।