CM welcomes trainers and four gymnasts : ন্যাশনাল কোচিং ক্যাম্পে প্রশিক্ষণের জন্য নির্বাচিত হওয়ায় প্রশিক্ষক ও চারজন জিমন্যাস্টকে মুখ্যমন্ত্রীর সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্ঢেম্বর৷৷ত্রিপুরার গর্ব অলিম্পিয়ান জিমন্যাস্ট পদ্মশ্রী দীপা কর্মকার সহ রাজ্যের প্রতিভাবান আরও তিনজন জিমন্যাস্ট অমিতা পাল, প্রিয়াঙ্কা দাশগুপ্ত এবং প্রতিষ্ঠা সামন্ত এক সাথে দিল্লীতে অনুষ্ঠিত ন্যাশনাল কোচিং ক্যাম্পে প্রশিক্ষনের জন্য নির্বাচিত হওয়ায় তাদের সংবর্ধনা প্রদান করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ আজ সচিবালয়ে মুখ্যমন্ত্রীর নিজ অফিস কক্ষে কোচ বিশ্বেশ্বর নন্দী সহ তাদের হাতে পুপস্তবক এবং উত্তরীয় তুলে দিয়ে সংবর্ধনা ’াপন করেন মুখ্যমন্ত্রী৷ সংবর্ধনা ’াপনের পর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, ত্রিপুরার জন্য আজ এক গর্বের দিন৷ রাজ্য থেকে একসঙ্গে চারজন জিমন্যাস্ট ন্যাশনাল কোচিং ক্যাম্পে প্রশিক্ষনের জন্য নির্বাচিত হয়েছেন৷

তিনি বলেন, আগামী কিছু দিনের মধ্যে জাপানে অনুষ্ঠিত হবে আর্ন্তজাতিক চ্যাম্পিয়ানশিপের আসর৷ দিল্লীতে অনুষ্ঠিত এই ন্যাশনাল কোচিং ক্যাম্পে প্রশিক্ষনপ্রাপ্তদের থেকে আর্ন্তজাতিক চ্যাম্পিয়ানশিপের আসরে অংশ নেওয়ার জন্য বাছাই করা হবে৷ ন্যাশনাল কোচিং ক্যাম্পে প্রশিক্ষনের জন্য নির্বাচিত রাজ্যের চারজন প্রতিভাবান জিমন্যাস্ট আগামীদিনে রাজ্যের পাশাপাশি দেশের নামও উজ্জল করবে বলে তিনি আশাব্যক্ত করেন৷ মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেত’ত্বে কেন্দ্রে সরকার গঠনের পর থেকে রাজ্যের খেলাধুলা, পরিকাঠামো সহ রাজ্যের সার্বিক উন্নয়নে কাজ করছে কেন্দ্রীয় সরকার৷৷ এদিন মুখ্যমন্ত্রী ত্রিপুরার গর্ব অলিম্পিয়ান জিমন্যাস্ট দীপা কর্মকার সহ কোচ বিশ্বেশ্বর নন্দীর ক্রীড়া ক্ষেত্রে অসামান্য ক’তিত্ব এবং সফলতার জন্য তাদের ভূয়সী প্রশংসা করেন৷


সম্পতি দিল্লি সফর সর্ম্পকে সাংবাদিকদের এক প্রশের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে আশ্রিত ব শরনার্থীদের পুর্নবাসন প্রকল্পের অগ্রগতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করার জন্যই তার এই সফর৷ ব শরনার্থীদের জীবনমান উন্নয়ন সহ আবাসন নির্মান প্রভ’তি বিষয়ে অগ্রগতি সম্পর্কেও অবহিত করা হয়৷ মুখ্যমন্ত্রী বলেন, ব শরনার্থীদের পুর্নবাসন প্রকল্পে প্রায় ৩০০টি ঘর তৈরি করা হয়েছে৷ আগামী ৩১ অক্টোবরের মধ্যে আরও প্রায় ১,২০০টি ঘর নির্মান করা হবে৷ ব শরনার্থীদের জীবনজীবিকার প্রশে তাদের বিপিএল বা অন্ত্যোদয়ভূক্ত করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান৷ এর ফলে রাজ্য সরকারের নথিভুক্ত প্রায় ৭,০০০ ব পরিবারকে বিপিএল বা অন্ত্যোদয় রেশনকার্ড প্রদান করার উদ্যোগ নেওয়া হবে যাতে এই পরিবারগুলি কেজিপ্রতি ২ টাকা দরে চাল পেতে পারে৷ মুখ্যমন্ত্রী বলেন, জনজাতিদের প্রতি সহ রাজ্যের সমগ্র বিষয়ে কেন্দ্রীয় সরকার মানবিক এবং আন্তরিক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *