নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি.স.): রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। টুইট করে বুধবার রাহুল লিখেছেন, অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে দেশ। ফের দাম বেড়েছে রান্নার গ্যাসের, মহার্ঘ্য হয়েছে কমার্শিয়াল সিলিন্ডারের দামও। এই নিয়ে বিগত ৮ মাসে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বেড়েছে ২৯০.৫০ টাকা।
এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি নিয়েই বুধবার কেন্দ্রকে আক্রমণ করেছেন রাহুল গান্ধী। বিজেপির লুটের বিরুদ্ধে ভারত-এই হ্যাশট্যাগ করে, বিভিন্ন সময়ে এলপিজি সিলিন্ডারের দাম তুলে ধরে রাহুল টুইটারে লিখেছেন, “জনগণকে ক্ষুদার্ত পেতে ঘুমোতে যে বাধ্য করছে সে নিজেই বন্ধুদের ছায়ায় ঘুমোচ্ছে….কিন্তু অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে দেশ।”