দেহরাদূন, ১৩ আগস্ট (হি.স.): প্রবল বর্ষণে এমনিতেই বিপর্যস্ত পাহাড়ি রাজ্য উত্তরাখণ্ড| রাতভর বৃষ্টিতে হরিদ্বার জেলার রুরকি শহরের বিভিন্ন প্রান্ত জলমগ্ন| দেহরাদূনের সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল, এমনকি অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ করা রাখা হয়েছে| এখানেই সময় ভারী বৃষ্টিপাতের কারণে বদ্রীনাথ জাতীয় সড়ক বন্ধ রাখা হয়েছে সাময়িকের জন্য| এমতাবস্থায় আগামী ২৪ ঘন্টাও ভারী বর্ষণের অশনি সঙ্কেত জারি করা হল উত্তরাখণ্ডে বিভিন্ন জেলায়| আইএমডি (দেহরাদূন)-এর অধিকর্তা বিক্রম সিং জানিয়েছেন, ‘আগামী ২৪ ঘন্টা লাল সতর্কতা জারি করা হয়েছে| মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে| ১৫ আগস্টের পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে| তবে, মঙ্গলবার থেকে চিন্তার কোনও কারণ নেই|’
রাতভর বৃষ্টির জেরে হরিদ্বার জেলার রুরকি শহরের বিভিন্ন প্রান্ত জলমগ্ন, দুর্ভোগে পড়েছেন আমজনতা| অবিরাম বৃষ্টির কারণে সোমবার দেহরাদূনের সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল, এমনকি অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ করা রাখা হয়েছে| অন্যদিকে, নাগাড়ে বৃষ্টির কারণ রাস্তায় ধ্বংসাবশেষ আছড়ে পড়ায় লম্বগড় এলাকায় বন্ধ রাখা হয়েছে বন্ধ রাখা হয়েছে বদ্রীনাথ জাতীয় সড়ক| আপাতত রাস্তা পরিষ্কারের কাজ চলছে জোরকদমে|