
এদিন সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইটবার্তায় লেখেন, উত্তরপ্রদেশের কঠোর পরিশ্রমী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজিকে জন্মদিনের উষ্ণ অভিনন্দন জানাই। রাজ্যের রূপান্তরের জন্য অবিচল থেকে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। জনগণের সেবায় তার দীর্ঘ আয়ু এবং সুস্থ জীবন কামনা করি।
স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তায় লিখেছেন, কর্মশক্তিপূর্ণ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাই। তাঁর দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্যের কামনা করি।
প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন রেল ও কয়লামন্ত্রী পীযূষ গোয়েল, বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি, শিল্প ও বাণিজ্য এবং অসামরিক বিমান পরিবহণমন্ত্রী সুরেশ প্রভু।
কেন্দ্রীয় মন্ত্রীদের পাশাপাশি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে শুভেচ্ছা জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সোশ্যাল মিডিয়ায় এক ট্যুইটবার্তায় অমিত শাহ লিখেছেন, উত্তরপ্রদেশের জনপ্রিয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে শুভেচ্ছা জানাই। ভগবানের কাছে তাঁর সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করি।