BRAKING NEWS

এয়ারসেল-ম্যাক্সিস মামলা : ১০ জুলাই পর্যন্ত গ্রেফতারি থেকে অব্যাহতি চিদম্বরমের

নয়াদিল্লি, ৫ জুন (হি.স.): এয়ারসেল-ম্যাক্সিস মামলায় সাময়িকের জন্য হলেও, স্বস্তি পেলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা পালানিয়াপ্পন চিদম্বরম| এই মামলায় আগামী ১০ জুলাই পর্যন্ত গ্রেফতারি থেকে অব্যাহতি পেলেন চিদম্বরম| এযাবত্ চিদম্বরমকে গ্রেফতার করতে পারবে না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| এয়ারসেল-ম্যাক্সিস মামলায় মঙ্গলবার দিল্লির আদালতে অতিরিক্ত সময়ের আর্জি জানায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| এরপরই এয়ারসেল-ম্যাক্সিস মামলার পরবর্তী শুনানির দিন আগামী ১০ জুলাই, নির্ধারিত করেন বিশেষ আদালতের বিচারপতি ও পি সাইনি| প্রসঙ্গত, ওই দিনই এয়ারসেল-ম্যাক্সিস মামলায় পি চিদম্বরম পুত্র কার্তি চিদম্বরমের বিরুদ্ধে আদালতে শুনানির সম্ভাবনা|
এয়ারসেল-ম্যাক্সিস অর্থ তছরুপ মামলায় মঙ্গলবারই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর দফতরে হাজিরা দিয়েছেন পালানিয়াপ্পন চিদম্বরম| সকাল ১০.৫৮ মিনিট নাগাদ পি চিদম্বরম ও তাঁর আইনজীবী ইডি-র দফতরে আসেন| সূত্রের খবর, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ)-এর অধীনে চিদম্বরমের বয়ান রেকর্ড করতে পারে ইডি| প্রসঙ্গত, গত ৩০ মে এয়ারসেল-ম্যাক্সিস মামলায় সাময়িক স্বস্তি পান প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পালানিয়াপ্পন চিদম্বরম| ওই মামলার পরবর্তী শুনানি আগামী ৫ জুন, এযাবত্ গ্রেফতার করা যাবে না চিদম্বরমকে, এমনটাই জানিয়েছিল বিশেষ সিবিআই আদালত|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *