BRAKING NEWS

মঙ্গলবার ফের পেট্রোল ডিজেলের দাম কমল

কলকাতা, ৫ জুন (হি.স.) : ফের মঙ্গলবার দাম কমল পেট্রোল ডিজেলের ৷ এর জেরে কিছুটা হলেও স্বস্তিতে মধ্যবিত্ত বাঙালি ৷ কলকাতায় মঙ্গলবার পেট্রোল লিটার প্রতি দাম ৮০ টাকা ৪৭ পয়সা ৷ ডিজেল প্রতি লিটার ৭১ টাকা ৪৩ পয়সা ৷ এই নিয়ে টানা ৭ দিন পেট্রোলের দাম কমল ৷
কর্ণাটক নির্বাচনের লাগাতার ২ সপ্তাহেরও বেশি সময় ধরে পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধি সাধারণ মানুষকে এক জাঁতাকলের মধ্যে ফেলে দিয়েছিল ৷ পেট্রোপণ্যের মূল্য সামান্যতম হ্রাসের ফলে কিছুটা হলেও নিশ্চিন্তে সাধারণ মানুষ ৷ তবে এরই মাঝে নতুন ঝটকা আপাতত সামল দিতে হবে আম জনতাকে ৷ রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে নতুন করে হাত পড়েছে মধ্যবিত্তের মাথায় ৷
লাগাতার জ্বালানির দাম বাড়ায় বাড়তে শুরু করেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম । এই পরিস্থিতিতে ১৮ তারিখ থেকে ধর্মঘটের ডাক দিয়েছে রাজ্যের ট্রাক সংগঠনগুলি । পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় ৭ জুন থেকে বাস-ভাড়া বৃদ্ধির দাবিতে লাগত বাস ধর্মঘট ডেকেছে বাস মালিকদের সংগঠন গুলো ৷ এর ফলে ওই দিন থেকে বাস ধর্মঘটের জেরে কলকাতা,হাওড়া, দুই চব্বিশ পরগণায় ভোগান্তি হতে পারে সাধারণ যাত্রীদের ৷ জানা গেছে , বাস মালিকদের সংগঠন জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট এই ধর্মঘটের ডাক দিয়েছে ৷ অনির্দিষ্টকালের এই বাস ধর্মঘটে পথে নামবে না প্রায় সাড়ে সাত হাজার বাস ৷
মাছ,সবজি, ফল, সবকিছুরই দাম চড়া ৷ যার জেরে চরম বিপাকে পড়েছেন আমজনতা ৷ বাঁধা বাজেটে সংসার চালাতে নাভিশ্বাস গৃহিণীদের । কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা । এই নিয়েই কিছুদিন আগেই ট্যুইটারে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ মমতা বন্দোপাধ্যায়ের বক্তব্য, ‘কৃষি থেকে পরিবহণ সবক্ষেত্রেই বিপুল ক্ষতি হচ্ছে। সাধারণ মানুষকে বোঝা বইতে হচ্ছে । এই পরিস্থিতিতে কেন্দ্র সরকারের উচিত উপযুক্ত পদক্ষেপ করা’।‌ এই প্রথম নয় এর আগেই পেট্রোল, ডিজেলের দামবৃদ্ধি নিয়ে সরব হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। প্রতিবাদে তাঁর দল রাস্তায় নামছে বলেও জানিয়েছিলেন তিনি । সেই মত রাজ্যে প্রতিবাদ শুরু করেছে তৃণমূল কংগ্রেস । সামনের বছরই লোকসভা নির্বাচন ৷ তার আগে কর্ণাটকে জোর ধাক্কা খেয়েছে বিজেপি । এর সঙ্গে আবার লাগাতার জ্বালানির মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের মধ‍্যে তৈরি হচ্ছিল ক্ষোভ । এই পরিস্থিতিতে একটু একটু করে পেট্রোল ডিজেলের দাম কমায় সেই ক্ষোভ অনেকটাই প্রশমিত হবে বলে ওয়াকিবহাল মহলের ধারণা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *