
রান্নার গ্যাসের দাম বাড়ার পর, নতুন মূল্য অনুযায়ী দিল্লিতে ভতুর্কিযুক্ত এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হল-৪৯৩.৫৫ টাকা (ভতুর্কিহীন গ্যাস সিলিন্ডারের দাম ৬৯৮.৫০)| শুধু কলকাতা নয়, ভতুর্কিযুক্ত রান্নার গ্যাসের দাম বেড়েছে কলকাতা, মুম্বই এবং চেন্নাইতেও| নতুন মূল্য অনুযায়ী কলকাতা, মুম্বই ও চেন্নাইতে ভতুর্কিযুক্ত এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম হল, যথাক্রমে ৪৯৬.৬৫ (কলকাতা), ৪৯১.৩১ (মুম্বই) এবং ৪৮১.৮৪ (চেন্নাই)| পাশাপাশি দিল্লি, মুম্বই, কলকাতা ও চেন্নাইয়ে বাণিজ্যিক কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে, যথাক্রমে ১,২৪৪.৫০ (দিল্লি), ১,১৯৬.০০ (মুম্বই), ১২৯১.০০ (কলকাতা) এবং ১৩৩৪.০০ (চেন্নাই)|