নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৪ এপ্রিল৷৷ বিজেপি করার অপরাধে এক লাকড়ী বিক্রেতাকে প্রাণে মারার সাহসিকতায়, দেখাল দুসৃকতি মদ বিক্রেতেরা৷ যদিও বারবার তেলিয়ামুড়া থানাধীন বালুছড়া এলাকায় মদ বিক্রি বন্ধ করার জন্যে গেলেই দীর্ঘ ২৫ বছর ধরে স্থানীয় শাসক দলের এক নেতার দৌলতে অভিযান চালিয়ে গেলেও সফলতা পাই নি প্রশাসন৷ বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর নেশা বিরোধী অভিযানে নেমেছে প্রমিলা বাহিনী সহ যুবকরা৷ আর তার দলে ফের এক ৩৭ বছরের লাকড়ী বিক্রেতা পংকজ দাসকে বেধড়ক মার সহ্য করে হাসপাতালে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্যে জিবি হাসপাতালে রেফার করে তেলিয়ামুড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক৷
ঘটনায় জানা যায় বালুছড়া এলাকায় চরন দাস ও সচিন্দ্র বিশ্বাস মিলে দীর্ঘ কয়েক বছর ধরে বাম শাসন ব্যবস্থায় মদ বিক্রির কারখানা খুলে রেখেছেন৷ প্রতিদিন ওই এলাকায় মদ বিক্রি কেন্দ্র স্থলে কোন না কোন প্রকার অপ্রীত্তিকর ঘটনা ঘটে থাকে৷ এদিন পংকজ দাস মদ বিক্রিকে কেন্দ্র করে অকাদিকবার জানালেও, এক শ্রেণীর কতিপয় চরন দাস ও সচিন্দ্র বিশ্বাস সহ কয়েক জন দুসৃকতিরা মুখে কালো কাপড় পড়ে আক্রমণ চালায় পংকজ দাসের উপর৷ পংকজ দাসের চিৎকার শুনে এলার শুভ বুদ্ধি মানুষেরা ঘটনাস্থলে ছুটে আসে এবং তাকে আহত অবস্থায় তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসে৷ পংকজ দাসকে দাড়ালো অস্ত্রেও দিয়ে প্রহর করে৷ তেলিয়ামুড়া হাসপাতালে কোন প্রকার চিকিৎসার কোন সুবিধা না থাকায় তাকে উন্নত চিকিৎসা জন্যে জিবি হাসপাতালে পাঠানো হয়েছে৷