গ্র্যাচুইটি বঞ্চনা, পূর্বাশার এমডিকে তলব শ্রম দপ্তরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই৷৷ ত্রিপুরা হস্ত তাঁত ও কারুশিল্প নিগমের অধীন পূর্বাশার কর্মী সৌমেন্দ্র মুখার্জীকে অবসর গ্রহণের পর অন্যায়ভাবে গ্র্যাচুইটির অর্থ কম দেওয়া হয়েছে৷ অভিযোগ, ইচ্ছাকৃত ভাবেই পূর্বাশার একটি চক্র হিসাবে গোলমাল করে সৌমেন্দ্র মুখার্জীকে তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেছে৷ শ্রীমুখার্জী গত ৩০ সেপ্ঢেম্বর ২০১৬ চাকরি থেকে অবসরগ্রহণ করেছেন৷ মুখার্জীবাবু প্রকৃতপক্ষে যত বছর চাকরি করেছেন হিসাব করার সময় প্রকৃত তথ্য গোপন করে তিনি দুই বছর কম চাকরি করেছেন বলে উল্লেক করা হয়৷ এতে তার ন্যায্য গ্রাচুইটির অর্থ কমে যায়৷ এ ব্যাপারে তিনি বহু আবেদন নিবেদন করেছেন৷ লিখিতভাবে জানিয়েছেন৷ পূর্বাশা কর্তৃপক্ষ কোনও কিছুরই জবাব দেয়নি৷ শেষে তিনি একপ্রকার বাধ্য হয়ে গত ৩ জুলাই চিফ লেবার কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি৷ এই অভিযোগ পেয়েই চিফ লেবার কমিশনার পূর্বাসার ম্যানেজিং ডিরেক্টর এলটি ডার্লংকে আগামী ১৪ জুলাই সশরীরে হাজির হওয়ার নোটিশ জারি করে৷ ওইদিন উপস্থিত থেকে এমডি-কে এ ব্যাপারে জবাব দিতে বলেছেন চিফ লেবার কমিশনার৷ জানা গেছে, পূর্বাশার একটি দূর্নীতিরচক্র বহুদিন ধরে পূর্বাশার সক্রিয় রয়েছে৷ যদিও যাবতীয় দুর্নীতি নিয়ে তদন্তও হচ্ছে৷