মন্ত্রিসভায় আরওপি অনুমোদিত, নয়া বেতন ও পেনশন আগষ্টে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই৷৷ অবশেষে শিক্ষক কর্মচারী ও পেনশনার্সদের বেতন ভাতা পুণর্বিন্যাস প্রক্রিয়া সমাপ্ত হয়েছে৷ মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে আরওপি অনুমোদন দেয়া হয়েছে৷ আগষ্টের বেতন থেকে নয়া বেতন ও ভাতা পাবেন শিক্ষক কর্মচারী ও পেনশনার্সরা৷ পে এন্ড পেনশন রিভিশন কমিটি গঠন করার ৯৮ দিনের মাথায় বেতন ভাতা পুণর্বিন্যাস প্রক্রিয়া সম্পন্ন হয়েছে৷
রাজ্য সরকারের কর্মচারী ও পেনশনারদের বেতন ভাতা বৃদ্ধি সংক্রান্ত গঠিত পে এন্ড পেনশন রিভিশন কমিটির সুপারিশ রাজ্য সরকার গ্রহণ করার পর তা কার্যকর করার জন্য আজ মন্ত্রিসভার বৈঠকে আর ও পি অনুমোদন করা হয়েছে৷ মন্ত্রিসভার বৈঠক শেষে মহাকরণে সাংবাদিকদের এই তথ্য জানান তথ্য ও সংসৃকতি মন্ত্রী ভানুলাল সাহা৷ তিনি জানান, কিভাবে বেতন ও পেনশন দেওয়া হবে, পেনশন সংশ্লিষ্ট কমোটেশন, গ্রেচুইট ইত্যাদি হিসাব করার যে ফর্মূলা আছে সেগুলি বিধিবদ্ধভাবে তিনটি রুলস অনুমোদিত হয়েছে৷ অনুমোদিত এই তিনটি রুলস হল ত্রিপুরা স্টেট সিভিল সার্ভিস (রিভাইজড পে) রুলস ২০১৭, ত্রিপুরা স্টেট সিভিল সার্ভিস (রিভাইজড পেনশন) রুলস -২০১৭ এবং এমেন্ডমেন্ট টু দ্যা সেন্ট্রাল সিভিল সার্ভিস (কমোটেশন অব পেনশন) রুলস ২০১৭৷ তিনি আরও বলেন, পে এন্ড পেনশন রিভিশন কমিটির সুপারিশে ৮০ বছরের ঊধের্ব পেনশনারদের যে কয়েকটি গ্রেড আছে তাতে পেনশন বাড়ানোর কথা বলা আছে কিন্তু তাদের ডি আর এর কথা বলা হয়নি৷ মন্ত্রিসভার বৈঠকে তাদের অতিরিক্ত ডি আর দেওয়ার সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে৷ এছাড়াও মিড-ডে মিল প্রকল্পে কর্মরত কুক -কাম-হেল্পারদের মাসিক ভাতা পাঁচশ টাকা করে বৃদ্ধি করার সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছে৷ এতে ১১ হাজার ১০৯ জন কর্মী উপকৃত হবেন বলে মন্ত্রী জানান৷ সেটা কার্যকর করতে বছরে রাজ্য সরকারের অতিরিক্ত সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয় হবে বলে তিনি জানান৷ মন্ত্রী আরও জানান, রাজ্যে কর্মরত এস পি ও দের জন্য এবারের বাজেটে ১ এপ্রিল থেকে পাঁচশ টাকা করে বৃদ্ধি করার সংস্থান রাখা হয়েছিল৷ আজ মন্ত্রিসভার বৈঠকে এস পি ও দের মাসিক ভাতা আরও পাঁচশ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ১ জুলাই থেকে তা কার্যকর হবে৷ এতে বছরে রাজ্য সরকারের অতিরিক্ত ১ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয় হবে বলে অর্থমন্ত্রী ভানুলাল সাহা সাংবাদিকদের জানান৷ উল্লেখ্য, এস পি ও-রা আগে ৫১৬৫ টাকা ভাতা পেতেন, ১ এপ্রিল থেকে তা বৃদ্ধি পেয়ে হয় ৫৬৫৬ টাকা এবং আজ মন্ত্রিসভার বৈঠকে আরও পাঁচশ টাকা বাড়ানোর সিদ্ধান্তের ফলে ১ জুলাই থেকে তাদের মাসিক ভাতা হবে ৬১৫৬ টাকা৷