নয়াদিল্লী, ৩০ জুন৷৷ এল সেই মাহেন্দ্রক্ষণ৷ চালু হল জিএসটি৷ শুক্রবার মধ্যরাতে সংসদের সেন্ট্রাল হলে রাষ্ট্রপতি প্রণব মুখার্জী

এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একসাথে বোতাম টিপে সূচনা করলেন জিএসটির৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভাষণে নয়া এই কর ব্যবস্থাকে ভাল এবং সরল কর বলে মন্তব্য করেছেন৷ রাষ্ট্রপতি প্রণব মুখার্জী ভাষণে বলেন চৌদ্দ বছরের যাত্রা গন্তব্যে পৌঁছেছে৷
এই অনুষ্ঠানে হাজির ছিলেন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, অর্থমন্ত্রী অরুণ জেটলি, লোকসভার অধ্যক্ষা সুমিত্রা মহাজন, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া, অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী ও বিভিন্ন রাজ্যের মন্ত্রীরা, সঙ্গীত সম্রাজ্ঞি লতা মঙ্গেসকর, অমিতাভ বচ্চন, রতন টাটা, লালকৃষ্ণ আদবানী, শরদ পাওয়ার, বিজেপি সভাপতি অমিত শাহ৷ কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস এই অনুষ্ঠান বয়কট করেছে৷ সিপিএমও এই অনুষ্ঠান বয়কট করেছে৷ কিন্তু, পশ্চিমবঙ্গের প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ তিনি, জিএসটি নিয়ে গঠিত কমিটির প্রথম প্রধান ছিলেন৷ সেই কারণেই বিশেষ আমন্ত্রিত৷
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ তিনি বলেন, গোটা বিশ্বে আর্থিক মন্দা চললেও এমনি সময়ে ভারত জিএসটি চালুর মতো পদক্ষেপ নেওয়ার সাহস দেখিয়েছে৷ জিএসটির সুফল উল্লেখ করতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী দেশের জিডিপ বৃদ্ধির প্রসঙ্গও টেনে আনেন৷ তাঁর দাবী জিএসটির ফলে দেশে কর ফাঁকি কমবে৷ তিনি প্রত্যেক রাজ্যকে জিএসটি চালু করার জন্য ধন্যবাদ জানিয়েছে৷ এরপর ভাষণ দেন প্রধানমন্ত্রী৷ তিনি জিএসটির সাথে গীতার যোগসূত্র রয়েছে দাবি করেন৷ তিনি বলেন, আজ জিএসটি কাউন্সিলের ১৮তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ গীতায় ১৮টি অধ্যায় রয়েছে৷ তিনি বলেন, জিএসটি নিয়ে অনেক রাজ্যই আশঙ্কায় ছিল৷ সেই আশঙ্কা দূরিকরণে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি দীর্ঘ আলোচনা করেছে৷ তারই ফলস্বরূপ আজ জিএসটি চালু হচ্ছে৷ তিনি দাবি করেন, এই পদক্ষেপ কেন্দ্র ও রাজ্যকে একসাথে পথ চলার শক্তি দেবে৷ তিনি আরও বলেন, জিএসটি টিম ইন্ডিয়ার প্রমাণ৷ এর ফলে গরীব মানুষ উপকৃত হবেন৷ লক্ষ্য দূরে হলেও পৌঁছানো সম্ভব হবে৷ দীর্ঘ চেষ্টার পর আজ এক দেশ, এক করের স্বপ্ণ সফল হয়েছে৷ কর এর অব্যবস্থা থেকে দেশ মুক্তি পেতে চলেছে৷ ফলে, গঙ্গানগর থেকে ইটানগর, এখন একটাই কর৷ তাঁর দাবি, কর ব্যবস্থায় আর কোন ধোঁয়াশা রইল না৷ জিএসটির মাধ্যমে কালো টাকার মোকাবিলা করাও সম্ভব হবে৷ পাশাপাশি সৎ ব্যবসায়ীরা লাভবান হবেন৷ জিএসটির ফলে, কারোর উপর বাড়তি বোঝা চাপবে না৷ তিনি দেশবাসীকে আশ্বস্ত করেন জিএসটি নিয়ে আশঙ্কার কিছু নেই৷ এই প্রক্রিয়া অত্যন্ত সহজ এবং সরল৷ প্রযুক্তির জ্ঞান সীমিত থাকলেও জিএসটি কোন নতুন সমস্যা সৃষ্টি করবে না৷ দেশের পিছিয়ে পড়া অংশ পূর্বোত্তর ভীষণভাবে উপকৃত হবে৷ সারা দেশের সাথে উন্নয়নের অংশীদার হওয়ার অধিকার পূর্বোত্তরের রাজ্যগুলিরও রয়েছে৷ জিএসটি এই অধিকার অর্জনে সহায়তা করবে৷ তাঁর দাবি, জিএসটি হল গুড এন্ড সিম্পল ট্যাক্স৷ অর্থাৎ ভাল এবং সরল কর৷ এদিন ভাষণে রাষ্ট্রপতি বলেন, দীর্ঘ চৌদ্দ বছরের যাত্রা আজ গন্তব্যে পৌঁছল৷ আমি জিএসটির এই যাত্রার সঙ্গে প্রথম থেকেই যুক্ত ছিলাম৷ আশা ছিল দেশে জিএসটি একদিন চালু হবেই৷ সেই আশা পূরণ হয়েছে৷

