নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন৷৷ নিয়মিতকরণের দাবিতে বন দপ্তরের কর্মীরা আগামী ২১ জুন থেকে অনির্দিষ্টকালের কর্ম বিরতীতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন৷ শুক্রবার বন দপ্তরের অনিয়মিত কর্মীদের এক প্রতিনিধি দল মহাকরণে অর্থমন্ত্রী ভানুলাল সাহার সাথে দেখা করতে যান৷ কিন্তু, অর্থমন্ত্রীর সাথে আজ তাঁদের দেখা হয়নি৷ তাতে তাঁরা ভিষণ ক্ষুব্ধ হন৷ তাঁরা জানিয়েছেন, ১৫-২০ বছর ধরে অনিয়মিত কর্মী হিসেবে কাজ করছেন৷ কিন্তু, তাঁদের নিয়মিতকরণের আশ্বাস দেওয়া হলেও ইতিবাচক কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না৷ ইতিপূর্বে বনমন্ত্রীর সাথেও তাঁরা দেখা করেছেন৷ জনৈক প্রতিনিধি বিশ্বনাথ রাঠোর জানিয়েছেন, তাঁদের নিয়মিতকরণের জন্য বনমন্ত্রী সম্মতি জানিয়েছেন৷ কিন্তু, অর্থমন্ত্রী এবিষয়ে সম্মতি দিচ্ছেন না৷ তাই আজ অর্থমন্ত্রী ভানুলাল সাহার দেখা করার জন্য এসেছিলাম৷ কিন্তু, পূর্ব সূচী থাকা সত্বেও তিনি আজ আমাদের সাথে দেখা করেন নি৷
শ্রীরাঠোর জানিয়েছেন, দীর্ঘদিন রাজ্য সরকারের কাছে নিয়মিতকরণের অনুরোধ জানানো সত্বেও কোন সাড়া পাওয়া যায়নি৷ আগামী মঙ্গলবার পর্যন্ত রাজ্য সরকার যদি তাঁদের নিয়মিতকরণের বিষয়ে কোন সিদ্ধান্ত না নেয়, তাহলে বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করবেন অনিয়মিত কর্মীরা৷ তিনি জানান, দাবি আদায়ে আন্দোলন ছাড়া অন্য কোন পথ খোলা নেই তাঁদের কাছে৷
2017-06-17

